Infinix Smart 8: 50 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন, মাত্র 7499 টাকায় কেনার সুযোগ
গত ১৩শে জানুয়ারি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে Infinix Smart 8। এর দাম এদেশে ৭,৫০০ টাকারও কম রাখা হয়েছে। আর আজ (১৫ই...গত ১৩শে জানুয়ারি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে Infinix Smart 8। এর দাম এদেশে ৭,৫০০ টাকারও কম রাখা হয়েছে। আর আজ (১৫ই জানুয়ারি) প্রতিশ্রুতি মতো এটি ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হল। বিশেষত্বের কথা বললে এতে - ৯০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। চলুন Infinix Smart 8 স্মার্টফোনের দাম, প্রাপ্যতার এবং ফিচারের বিশদ জেনে নেওয়া যাক।
ভারতে Infinix Smart 8 স্মার্টফোনে দাম এবং লভ্যতা
ভারতের বাজারে Infinix Smart 8 স্মার্টফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা রাখা হয়েছে। এটি – গ্যালাক্সি হোয়াইট, রেইনবো ব্লু, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক কালার অপশনে এসেছে। আগ্রহীরা আজ থেকেই ই-রিটেলার ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে এই হ্যান্ডসেট কিনতে পারবেন।
Infinix Smart 8 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার
ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের (ইনফিনিক্স ম্যাজিক রিং নামে পরিচিত) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। জানিয়ে রাখি, ইনফিনিক্স ম্যাজিক রিং ফিচারটি অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো চার্জিং ও স্ট্যাটাস আপডেট প্রদর্শন করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ইনফিনিক্স ব্র্যান্ডের এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) কাস্টম স্কিনে রান করে।
Infinix Smart 8 স্মার্টফোনের রিয়ার প্যানেলে গ্রেডিয়েন্ট ডিজাইন এবং বর্গাকার ক্যামেরা মডিউল লক্ষ্যণীয়। এই মডিউলে এলইডি ফ্ল্যাশ এবং দুটি সেন্সর বিদ্যমান রয়েছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 8 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা টাইপ-সি পোর্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য এর পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকছে।