Infinix Smart 9 মাত্র 6 হাজার টাকায় লঞ্চ হল, 5000mAh ব্যাটারি সহ আছে 48 মাস নিশ্চিন্তে ব্যবহারের প্রতিশ্রুতি

বাজেট ফোন প্রেমীদের জন্য আজ লঞ্চ হল Infinix Smart 9। ফোনটির দাম রাখা হয়েছে ৬,০০০ টাকার কাছাকাছি। আপাতত ডিভাইসটি বাংলাদেশ ও মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে। সংস্থার…

Ankita Mondal 2 Oct 2024 3:50 PM IST

বাজেট ফোন প্রেমীদের জন্য আজ লঞ্চ হল Infinix Smart 9। ফোনটির দাম রাখা হয়েছে ৬,০০০ টাকার কাছাকাছি। আপাতত ডিভাইসটি বাংলাদেশ ও মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, Infinix Smart 9 স্মার্টফোনটি ৪৮ মাস ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দেবে। এতে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট। আবার ফোনটি এইচডি প্লাস ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে। আসুন Infinix Smart 9 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Smart 9 প্রাইস বা দাম

ইনফিনিক্স স্মার্ট ৯ এর ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৬,০০০টাকা)। আর এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য এখনও ঘোষণা করা হয়নি। স্মার্টফোনটি মিন্ট গ্রিন, ব্ল্যাক, গোল্ড এবং সিলভার কালার সহ পাওয়া যাবে

Infinix Smart 9 স্পেসিফিকেশন ও ফিচার

ফিচারের কথা বললে, ইনফিনিক্স স্মার্ট ৯ এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি স্ক্রিন। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করে। আবার এতে আইফোনের মতো ডায়নামিক আইল্যান্ড ফিচার উপস্থিত।

পারফরম্যান্সের জন্য Infinix Smart 9 ফোনে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে, Infinix Smart 9 স্মার্টফোনের পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সংস্থার তরফে বলা হয়েছে ফোনটি টেকসই এবং ড্রপ প্রতিরোধের সাথে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে IP54 রেটেড বিল্ড ও স্টেরিও স্পিকার।

Show Full Article
Next Story