কম দামে তুখোড় ফিচার্স, Infinix Zero 30 5G আগস্টের শেষেই অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হচ্ছে

Infinix‌ ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির Zero সিরিজের নতুন সংযোজন হিসাবে Infinix Zero 30 5G নামে আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা…

Infinix‌ ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির Zero সিরিজের নতুন সংযোজন হিসাবে Infinix Zero 30 5G নামে আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটি ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench), ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং গুগল প্লে কনসোল (Google Play Console)-এর মতো সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে উপস্থিত হয়েছে। আর এখন আসন্ন লঞ্চের আগে, ব্র্যান্ডটি Infinix Zero 30 5G-এর কিছু মূল বিবরণও প্রকাশ করেছে এবং সেইসাথে শেয়ার করা ছবিগুলি এর ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ করেছে।

ভারতে লঞ্চের আগে প্রকাশিত হল Infinix Zero 30 5G-এর মূল স্পেসিফিকেশন

ইনফিনিক্স নিশ্চিত করেছে যে, জিরো ৩০ ৫জি চলতি মাসের শেষের দিকে ভারতে আত্মপ্রকাশ করবে। এটিতে ৬০-ডিগ্রী কার্ভেচার বা বক্রতা সহ একটি ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনটির টিজার ইমেজ একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল প্রদর্শন করেছে, যার ভিতরে একটি এলইডি ফ্ল্যাশ সহ তিনটি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর উপস্থিতি নিশ্চিত করে এমন একটি টেক্সটও দেখা গেছে।

এছাড়া, ব্যাক প্যানেলটিতে গ্রেডিয়েন্ট প্যাটার্ন থাকবে এবং এটি গোল্ড এবং ব্লু কালার অপশনগুলিতে পাওয়া যাবে। ইনফিনিক্স জানিয়েছে যে, জিরো ৩০ ৫জি গ্লাসের পাশাপাশি লেদার ফিনিশ ব্যাক প্যানেল অপশন সহ আসবে। আবার দুর্ঘটনাজনিত ক্ষতির বিরুদ্ধে সুরক্ষার জন্য ডিসপ্লে এবং ব্যাক প্যানেল উভয়ই কর্নিং গরিলা গ্লাস ৫-এর স্তর দ্বারা সুরক্ষিত থাকবে।

উল্লেখ্য, Infinix Zero 30 5G-এর স্পেসিফিকেশনগুলি এখনও অফিসিয়ালি প্রকাশ করা হয়নি। তবে এর গুগল প্লে কনসোলের লিস্টিং থেকে জানা গেছে যে, এতে ১,০৮০ x ২,৪০০ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। একই সার্টিফিকেশন এবং সেইসাথে গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেসে উল্লেখ করা হয়েছে যে আসন্ন ডিভাইসটি MediaTek MT6891Z/CZA প্রসেসর দ্বারা চালিত হবে, যা Dimensity 1100-এর সাংকেতিক নাম। এছাড়াও বেঞ্চমার্ক তালিকাটি প্রকাশ করেছে যে, এটি ৮ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এ চলবে।