সামনে 50MP, পিছনে 108MP, অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হচ্ছে Infinix Zero 40

ইনফিনিক্স তাদের আসন্ন Zero 40 সিরিজের স্মার্টফোনগুলি আজ (29 আগস্ট) আনুষ্ঠানিক লঞ্চ করতে চলেছে। লঞ্চের কয়েক ঘণ্টা আগে এখন এক সূত্র মারফৎ Infinix Zero 40…

Infinix zero 40 5g 4g specs features pricing leaked

ইনফিনিক্স তাদের আসন্ন Zero 40 সিরিজের স্মার্টফোনগুলি আজ (29 আগস্ট) আনুষ্ঠানিক লঞ্চ করতে চলেছে। লঞ্চের কয়েক ঘণ্টা আগে এখন এক সূত্র মারফৎ Infinix Zero 40 5G এবং Infinix Zero 40 4G উভয় স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম প্রকাশ্যে এসেছে। আসুন এগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Infinix Zero 40 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ইনফিনিক্স জিরো 40 5জি মডেলটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,500 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সহ বড় 6.78 ইঞ্চির এলটিপিএস অ্যামোলেড (LTPS AMOLED) ডিসপ্লে থাকবে। কর্নিং গরিলা গ্লাস 5 স্ক্র্যাচ এবং আঘাতের বিরুদ্ধে সুরক্ষার একটি স্তর সরবরাহ করে।

ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট চিপসেট থাকবে, যা 12 জিবি এলপিডিডিআর5এক্স র‍্যামের সাথে যুক্ত হবে। ফোনটির স্টোরেজ বিকল্পগুলির মধ্যে রয়েছে 256 জিবি এবং 512 জিবি, উভয়ই দ্রুত ইউএফএস 3.1 প্রযুক্তি ব্যবহার করা হবে।

ডিভাইসটিতে সর্বোচ্চ 5,000 এমএএইচ ব্যাটারি থাকবে, যা 45 ওয়াট ওয়্যার্ড, 20 ওয়াট ওয়্যারলেস এবং এমনকি 10 ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। Infinix Zero 40 5G ফোনের ক্যামেরা সিস্টেমটিও সুসজ্জিত বলে মনে হচ্ছে। এতে অপটিক্যাল (OIS) এবং ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট (EIS) উভয় সাপোর্ট সহ 108 মেগাপিক্সেলের ISOCELL HM6 প্রধান সেন্সর থাকবে। এর সাথে একটি কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত থাকবে৷

সেলফির জন্য, ফোনের সামনে ডুয়েল ফ্ল্যাশ এবং ইআইএস সহ একটি 50 মেগাপিক্সেলের ISOCELL JN1 সেন্সর থাকবে বলে জানা গেছে। ফোনের সামনের এবং পিছনের উভয় ক্যামেরাই 60 ফ্রেম প্রতি সেকেন্ড হারে 4কে ভিডিও ক্যাপচার করতে পারে। এই ফোনের একটি আকর্ষণীয় সংযোজন হবে গোপ্রো (GoPro) ডিভাইসগুলির সাথে একটি ইন্টিগ্রেশন। যদিও এবিষয়ে নির্দিষ্ট বিবরণ উপলব্ধ নেই।

সফ্টওয়্যারের ক্ষেত্রে, Infinix Zero 40 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক এক্সওএস 14.5 (XOS 14.5) কাস্টম স্কিনে চলবে। কোম্পানি অন্তত তিন বছরের সিকিউরিটি প্যাচ এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড 16-এ আপগ্রেড করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও, এই হ্যান্ডসেটে থাকবে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং, ওয়াইফাই 6ই, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জেবিএল (JBL)-টিউনড ডুয়েল স্পিকার।

Infinix Zero 40 4G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

বাজেট-সচেতন ক্রেতাদের জন্য, Infinix Zero 40 (4G) হল আরও সাশ্রয়ী মূল্যের বিকল্প। যদিও এটি একই 6.78 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করবে, তবে এটির রিফ্রেশ রেট হবে 120 হার্টজ। এই ডিভাইসটিকে শক্তিশালী করবে MediaTek Helio G100 চিপসেট, যা 8 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। উল্লেখযোগ্যভাবে, এই মডেলে ওয়্যারলেস চার্জিং অনুপস্থিত থাকবে।

Infinix Zero 40 সিরিজের দাম

Infinix Zero 40 4G ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – মিস্টি অ্যাকোয়া, ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এর দাম হবে 279 ডলার (প্রায় 23,415 টাকা)। আরও শক্তিশালী প্রসেসর এবং অতিরিক্ত ফিচারযুক্ত Infinix Zero 40 5G ভ্যারিয়েন্টটি 399 ডলার (প্রায় 33,500 টাকা) মূল্যে পাওয়া যাবে এবং এটিকে ভায়োলেট গার্ডেন, মুভিং টাইটানিয়াম ও রক ব্ল্যাক কালার অপশনে বেছে নেওয়া যাবে।