একগুচ্ছ AI ফিচার ও 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ Infinix Zero 40 5G ভারতে লঞ্চ হচ্ছে, দেখুন কবে

অবশেষে সামনে এল ভারতে Infinix Zero 40 5G এর লঞ্চের তারিখ। আগামী সপ্তাহেই এদেশে পা রাখবে মিড রেঞ্জ ফোনটি। উল্লেখ্য, ডিভাইসটি গত মাসে বিশ্ব বাজারে…

Infinix Zero 40 5G India Launch Date Leaked 18 September With Many Ai Features And 108Mp Camera

অবশেষে সামনে এল ভারতে Infinix Zero 40 5G এর লঞ্চের তারিখ। আগামী সপ্তাহেই এদেশে পা রাখবে মিড রেঞ্জ ফোনটি। উল্লেখ্য, ডিভাইসটি গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল। এবার ভারতে আসছে। এই মিড রেঞ্জ স্মার্টফোন আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 5,000 এমএএইচ ব্যাটারি।

18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Infinix Zero 40 5G

91mobiles তাদের রিপোর্টে দাবি করেছে Infinix Zero 40 5G আগামী 18 সেপ্টেম্বর দুপুর 12টায় ভারতে লঞ্চ হবে। স্মার্টফোনটি এদেশে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, আসন্ন ইনফিনিক্স জিরো 40 5জি ডিভাইসে Infinix AI ফিচার পাওয়া যাবে। যারমধ্যে থাকবে এআই ইরেজার, এআই ওয়ালপেপার, এআই কাট-আউট স্টিকার, ইমেজ কাটআউট ইত্যাদি। এছাড়া ইনফিনিক্স জিরো 40 5জি ফোনটি AI Vlog-এর সাথেও আসবে, যা সোশ্যাল মিডিয়া-রেডি ভ্লগ তৈরি করতে সাহায্য করবে।

Infinix Zero 40 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্টের ফিচার

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Infinix Zero 40 5G ফোনে 144 হার্টজ রিফ্রেশ রেটের 6.74-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 1,300 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আর ডিভাইসটি 8 জিবি র‌্যাম (8 জিবি ভার্চুয়াল র‌্যাম) ও 512 জিবি স্টোরেজ সহ এসেছে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি100 প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বললে, Infinix Zero 40 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়া সামনে আছে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা। এই হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং, 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন