Infinix Zero 40 5G বাজার দখল করতে লঞ্চ হল, সবচেয়ে সস্তায় 512 জিবি স্টোরেজ সহ AI Vlog ক্যামেরা

Infinix Zero 40 5G প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল।এতে আছে ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। এটি ভারতের ৫১২...
ANKITA 18 Sept 2024 2:13 PM IST

Infinix Zero 40 5G প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল।এতে আছে ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। এটি ভারতের ৫১২ জিবি স্টোরেজ সহ আসা সবচেয়ে সস্তা স্মার্টফোন। এছাড়া Infinix Zero 40 5G ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি AI Vlog রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্টিমেট প্রসেসর। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এটি সেগমেন্টের প্রথম '4K 60fps' ভিডিও ক্যামেরা ফোন। আসুন Infinix Zero 40 5G এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

ইনফিনিক্স জিরো ৪০ ৫জি এর দাম ও সেল (Infinix Zero 40 5G Price and Availability)

ভারতে Infinix Zero 40 5G এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩০,৯৯৯ টাকা। স্মার্টফোনটি মুভিং টাইটেনিয়াম, রক ব্ল্যাক ও ভায়োলেট গার্ডেন কালারে পাওয়া যাবে।

আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টাকায় ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনের প্রথম সেল অনুষ্ঠিত হবে। ই-কমার্স সাইট Flipkart থেকে ডিভাইসটি কেনা যাবে। এই সেলে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

আরও পড়ুন : পুজোর নতুন বাইকে ঘোরার প্ল্যান? ফেস্টিভ সিজন উপলক্ষে 30,000 টাকার অফার আনল Benelli

Infinix Zero 40 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪.৫ কাস্টম স্কিনে চালিত ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪৩৬ x ১০৮০ পিক্সেল) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট ও ১৩০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্টিমেট প্রসেসর ও ১২ জিবি ফিজিক্যাল র‌্যাম। আবার এতে ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। প্রসেসর দেওয়া হয়েছে। ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ উপস্থিত। ফলে স্টোরেজ নিয়ে চিন্তা করতে হবে না।

ফটোগ্রাফির জন্য Infinix Zero 40 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ইনফিনিক্সের এই ডিভাইসে Infinix AI ফিচার দেওয়া হয়েছে। যারমধ্যে অন্যতম এআই ইরেজার, এআই ওয়ালপেপার, এআই কাট-আউট স্টিকার, ইমেজ কাটআউট ইত্যাদি। এছাড়া Infinix Zero 40 5G হ্যান্ডসেটটি AI Vlog মোডের সাথে এসেছে, যা সোশ্যাল মিডিয়া-রেডি ভ্লগ তৈরি করতে সাহায্য করবে।

আরও পড়ুন : ট্রান্সপারেন্ট ডিজাইনের সাথে বাজারে আসছে Nothing এর নতুন ইয়ারবাড

ব্যাটারির কথা বললে, Infinix Zero 40 5G ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ২০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

Show Full Article
Next Story