সিনেমার মতো ভিডিয়ো উঠবে, 108MP 4K ভ্লগিং ক্যামেরা নিয়ে লঞ্চ হল Infinix Zero 40 5G

Infinix Zero 40 5G আজ মালয়েশিয়ায় লঞ্চ হল। ভ্লগারদের কথা মাথায় রেখে আনা নতুন এই ইনফিনিক্স স্মার্টফোনে 144 হার্টজ...
techgup 29 Aug 2024 7:54 PM IST

Infinix Zero 40 5G আজ মালয়েশিয়ায় লঞ্চ হল। ভ্লগারদের কথা মাথায় রেখে আনা নতুন এই ইনফিনিক্স স্মার্টফোনে 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, GoPro মোড এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। আবার Infinix Zero 5G ফোনে ওয়্যারলেস চার্জিং ও 12 জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আশা করা হচ্ছে শীঘ্রই এই হ্যান্ডসেটটি ভারতেও লঞ্চ হবে।

Infinix Zero 40 5G এর দাম

Infinix Zero 40 5G ফোনের 12 জিবি এবং 256 স্টোরে ল্লভ্যিরিয়েন্ট মালয়েশিয়ায় 1,699 টাকায় লঞ্চ হয়েছে, যা ভারতীয় মূল্যে প্রায় 32,794 টাকা। ভায়োলেট গার্ডেন, মুভিং টাইটানিয়াম এবং রক ব্ল্যাক এই তিনটি কালার অপশনে স্মার্টফোনটি পাওয়া যাবে।

Infinix Zero 40 5G স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স জিরো 40 5জি ফোনে আছে 144 হার্টজ রিফ্রেশ রেটের 6.78-ইঞ্চি 3D-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আর স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্টিমেট চিপসেট দ্বারা চালিত হয়। এই ফোনে 12 জিবি পর্যন্ত র‌্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক এক্সওএস কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরার কথা বললে ইনফিনিক্স জিরো 40 5জি ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

এতে তিন বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Zero 40 5G ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং এবং 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story