Infinix Zero 5G ভারতে 13GB র‌্যাম ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম 20 হাজার টাকার কম

Infinix Zero 5G প্রত্যাশামতো আজ ভারতে লঞ্চ হল। ভারতে এই ফোনের দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বীতা চলবে সদ্য লঞ্চ…

Infinix Zero 5G প্রত্যাশামতো আজ ভারতে লঞ্চ হল। ভারতে এই ফোনের দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বীতা চলবে সদ্য লঞ্চ হওয়া Tecno Pova 5G ফোনের। Infinix Zero 5G ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম। আবার এতে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন ফোনটির ভারতে দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স জিরো ৫জি ফোনের ভারতে দাম (Infinix Zero 5G Price in India)

ভারতে ইনফিনিক্স জিরো ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯০ টাকা। ফোনটি কসমিক ব্ল্যাক, হরাইজন ব্লু এবং স্কাইলাইট অরেঞ্জ কালারে পাওয়া যাবে। আগামী ১৮ ফেব্রুয়ারি Flipkart থেকে ফোনটি কেনা যাবে।

ইনফিনিক্স জিরো ৫জি স্পেসিফিকেশন (Infinix Zero 5G Specifications)

ইনফিনিক্স জিরো ৫জি ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০ x ২,৪৬০ পিক্সেল) আইপিএস এলসিডি এলটিপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লেটি অফার করে ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস। ইনফিনিক্স জানিয়েছে যে, ডিভাইসটিতে ইউনি-কার্ভ (Uni-Curve) ডিজাইন উপস্থিত এবং এটির ব্যাক প্যানেলের ডিজাইনটি অনেকটা ওপ্পো ফাইন্ড এক্স৫ সিরিজের স্মার্টফোনগুলির মতো।

ক্যামেরার কথা বললে, Infinix Zero 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৩০এক্স জুম সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে কোয়াড-এলইডি ফ্ল্যাশ এবং ডুয়াল ফ্রন্ট ফ্ল্যাশ।

Infinix Zero 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট। ফোনটি ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১২৮ জিবি ৩.১ স্টোরেজ সহ বাজারে এসেছে। এছাড়াও, এতে ৫ জিবি এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট দেওয়া হয়েছে।

নতুন ইনফিনিক্স ফোনটি এসেছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, এই ব্যাটারিটি ২২ ঘন্টা টকটাইম এবং ২৭ দিনের স্ট্যান্ডবাই অফার করতে পারে। Infinix Zero 5G কোনটি রান করে অ্যান্ড্রয়েড ভিত্তিক এক্সওএস ১০ (XOS 10) ইউজার ইন্টারফেসে।

কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে ৫জি সাপোর্ট এবং ডুয়েল-সিম কার্ড স্লট। চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য এটিতে একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট উপস্থিত। ইনফানিক্স জিরো ৫জি-এর পরিমাপ ১৬৮.৭৩ x ৭৬.৫৩ x ৮.৭৮ মিলিমিটার এবং ওজন ১৯৯ গ্রাম।