- Home
- »
- প্রযুক্তি »
- মোবাইল »
- Infinix Zero Flip: 50MP 4K ফ্রন্ট...
Infinix Zero Flip: 50MP 4K ফ্রন্ট ক্যামেরা নিয়ে ইনফিনিক্সের প্রথম ফ্লিপ ফোন লঞ্চ হল
Infinix Zero Flip ফোল্ডেবল স্মার্টফোনটি অবশেষে বিশ্ববাজারে পা রাখলো। ইনফিনিক্সের প্রথম ফ্লিপ ফোনটি প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। এতে রয়েছে…
Infinix Zero Flip ফোল্ডেবল স্মার্টফোনটি অবশেষে বিশ্ববাজারে পা রাখলো। ইনফিনিক্সের প্রথম ফ্লিপ ফোনটি প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। এতে রয়েছে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, MediaTek Dimensity 8020 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৭২০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। আসুন Infinix Zero Flip হ্যান্ডসেটের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Infinix Zero Flip ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
ইনফিনিক্স জিরো ফ্লিপ ১,০৮০ x ২,৬৪০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৯ ইঞ্চির ফোল্ডেবল এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) স্ক্রিন রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে। আর ফোনের কভার স্ক্রিনটি হল একটি ৩.৬৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যার রেজোলিউশন ১,০৫৬×১,০৬৬ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১,১০০ নিট। স্ক্রিনটি গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত। ফোনটি ফোল্ড করা থাক বা খোলা হোক ব্যবহারকারীদের একটি উচ্চ-মানের ভিউয়িং এক্সপেরিয়েন্স অফার করবে।
ইনফিনিক্স জিরো ফ্লিপের পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি সেন্সর ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে অটোফোকাস সাপোর্ট সহ একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ সেন্সর বিদ্যমান। সামনের এবং পিছনের উভয় ক্যামেরাই ৪কে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে, যা ফোনটিকে ভ্লগিং এবং ক্রিয়েটিভ ভিডিও কন্টেন্টের জন্য আদর্শ করে তোলে। ইনফিনিক্স জিরো ফ্লিপে একটি উন্নত ভ্লগিং এক্সপেরিয়েন্সের জন্য ডিভি (DV) মোড এবং গোপ্রো (GoPro) মোডের মতো অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে।
পারফরম্যান্সের জন্য, Infinix Zero Flip হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8020 চিপসেট দ্বারা চালিত, যা ৮ জিবি ফিজিক্যাল র্যাম, অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Zero Flip বেশ বড় ৪,৭২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৭০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Infinix Zero Flip অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪.৫ (XOS 14.5) কাস্টম স্কিনে রান করে। ইনফিনিক্স দুটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। নিরাপত্তার জন্য, এতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জেবিএল (JBL) ডুয়েল স্পিকার দ্বারা অডিও গুণমান উন্নত করা হয়েছে এবং উন্নত হ্যাপটিক ফিডব্যাকের জন্য ডিভাইসটিতে একটি এক্স-অ্যাক্সেস লিনিয়ার মোটর রয়েছে। কানেক্টিভিটির জন্য, Infinix Zero Flip ফোনে মিলবে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ইউএসবি-সি পোর্ট। পরিশেষে, খোলা অবস্থায় Infinix Zero Flip ফোনটির পরিমাপ ১৭০.৩৫ x ৭৩.৪ x ৭.৬৪ মিলিমিটার এবং ফোল্ড করা অবস্থায় এর মাত্রা ৮৭.৪৯ x ৭৩.৪ x ১৬.০৪ মিলিমিটার। ডিভাইসটির ওজন ১৯৫ গ্রাম।
Infinix Zero Flip ফোনের দাম ও লভ্যতা
নাইজেরিয়াতে Infinix Zero Flip হ্যান্ডসেটের ৮ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৬৫,০০০ নাইরা (প্রায় ৫৪,০০০ টাকা)। এটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ - রক ব্ল্যাক এবং ব্লসম গ্লো। বিশ্ববাজারে ডিভাইসটির দাম $599 (প্রায় ৫০,১৫০ টাকা)। ইনফিনিক্সের ফ্লিপ ফোনটি আগামী দিনে ভারতেও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
Infinix Zero Flip ফোল্ডেবল স্মার্টফোনটি অবশেষে বিশ্ববাজারে পা রাখলো। ইনফিনিক্সের প্রথম ফ্লিপ ফোনটি প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। এতে রয়েছে…