Infinix Zero Flip সস্তায় দেবে ফোল্ডেবল ফোন ব্যবহারের স্বাদ, লঞ্চের আগেই দাম ফাঁস

Infinix Zero Flip আগামীকাল ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। শোনা যাচ্ছে এটি এদেশের সবথেকে সস্তা ফ্লিপ স্টাইল স্মার্টফোন হবে।

Ananya Sarkar 16 Oct 2024 11:56 AM IST

ইনফিনিক্স তাদের প্রথম ক্ল্যামশেল ফোন হিসাবে Infinix Zero Flip হ্যান্ডসেটটিকে আগামীকাল, ১৭ অক্টোবর ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে৷ লঞ্চের আগে, কোম্পানি তাদের মাইক্রোসাইটের মাধ্যমে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে, যার মধ্যে ডিসপ্লে, ডিজাইন, ব্যাটারি, ক্যামেরার মতো অনেক কিছু রয়েছে৷ আর এখন, লঞ্চের একদিন আগে, Infinix Zero Flip ফোনের দামও প্রকাশ্যে এসেছে। সুপরিচিত এক টিপস্টার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে, Infinix Zero Flip হ্যান্ডসেটের দাম ভারতে ৫০,০০০ টাকার কম হবে, ফলে এটি ভারতের সবচেয়ে সস্তা ক্ল্যামশেল স্মার্টফোন হতে চলেছে৷

ভারতে Infinix Zero Flip ফোনের মূল্য

টিপস্টার মুকুল শর্মা তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে দাবি করেছেন যে ভারতীয় বাজারে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনটির দাম ৫০,০০০ টাকার নীচে থাকবে। যদি এই অনুমিত মূল্য সঠিক হয়, তাহলে দামটিকে একটি মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে উপযুক্ত বলা চলে। আসন্ন ফোনটি মটোরোলা রেজার ৫০ এবং টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা কম দামের সেগমেন্টের ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে। সাশ্রয়ী মূল্যের ফ্লিপ ফোন, ইনফিনিক্স জিরো ফ্লিপ ভারতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার পরে নো কস্ট ইএমআই (EMI)-এ কেনার জন্য উপলব্ধ হতে পারে। এই লঞ্চটি ব্র্যান্ডের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে চলেছে, কারণ ইনফিনিক্স জিরো ফ্লিপ ভারতীয় বাজারে উপলব্ধ সীমিত সংখ্যক বাজেটের ফ্লিপ ফোনগুলির মধ্যে থাকবে৷

Infinix Zero Flip ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির একটি মাইক্রোসাইট ইনিফিনিক্স জিরো ফ্লিপে আসার কয়েকটি মূল বৈশিষ্ট্য নিশ্চিত করেছে। এতে ৩.৬৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কভার স্ক্রিনের পাশাপাশি ৬.৯ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে রয়েছে। উভয়ই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ চিপসেট দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে, যার মধ্যে ভার্চুয়াল র‍্যামও রয়েছে। ডিভাইসটি ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সাপোর্ট করবে, যা অ্যাপ, মিডিয়া এবং ফাইলগুলির জন্য পর্যাপ্ত স্থান প্রদান করে।

Infinix Zero Flip ফোল্ডেবল ফোনে ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১০ ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সমর্থন সহ ৪,৭২০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটটি ডুয়েল-ক্যামেরা সেটআপের সাথে এসেছে, যার মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফির জন্য, ফোনটির ইনার ডিসপ্লেতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে, যা চিত্তাকর্ষক ফটোগ্রাফি ক্ষমতা প্রদান করে। ইনফিনিক্স জিরো ফ্লিপের সামনে এবং পিছনের ক্যামেরাগুলি উচ্চ-মানের ফুটেজের জন্য ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এটিতে একটি এআই (AI) ভ্লগ মোডও রয়েছে, যা ব্যবহারকারীদের ‘র’ ভিডিওগুলিকে পলিশড ভ্লগে পরিণত করতে সাহায্য করার জন্য ধাপে ধাপে নির্দেশিকা প্রদান করে। এটি ভিডিও তৈরির প্রক্রিয়া উন্নত করতে আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি আকর্ষণীয় পছন্দ হবে বলে আশা করা যায়৷

Infinix Zero Flip স্মার্টফোনটি গোপ্রো (GoPro) ক্যামেরার সাথে নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশন নিশ্চিত করে, যা সেটিংস অ্যাডজাস্ট করার জন্য এবং সরাসরি ফোনে ফুটেজ দেখার জন্য একটি ডেডিকেটেড মোড অফার করে। এছাড়াও, ফোনের কভার স্ক্রিনে একটি ডায়নামিক মাল্টিভিউ ডিসপ্লে রয়েছে, যা ব্যবহারকারীদের কাস্টমাইজেবল ৩ডি অ্যানিমেটেড পেট এবং ইউটিউব (YouTube) ও হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর মতো জনপ্রিয় অ্যাপের শর্টকাটগুলির সাথে তাদের অভিজ্ঞতা পার্সোনালাইজ করতে দেয়।

Show Full Article
Next Story