4 মিনিটে ব্যাটারি অর্ধেক চার্জ, 200MP ক্যামেরা যুক্ত এই দুর্ধর্ষ ফোন 20 ডিসেম্বর ভারতে আসছে

জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স (Infinix) গ্লোবাল মার্কেটের পর এবার ভারতের বাজারে তাদের Zero সিরিজ লঞ্চ...
Ananya Sarkar 12 Dec 2022 2:39 PM IST

জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স (Infinix) গ্লোবাল মার্কেটের পর এবার ভারতের বাজারে তাদের Zero সিরিজ লঞ্চ করতে চলছে। কোম্পানিটি ভারতীয় অনলাইনে প্ল্যাটফর্ম (Flipkart)-এ একটি মাইক্রো-সাইট লাইভ করেছে যা ইঙ্গিত করে যে, Infinix Zero Ultra হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে। সংস্থা লঞ্চ ইভেন্টে "আল্ট্রা" মডেলের পাশাপাশি Zero 20 ফোনটিও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন কোম্পানির তরফে একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যা এর লঞ্চের তারিখটি প্রকাশ করেছে। জানা যাচ্ছে, Infinix Zero সিরিজটি ভারতের বাজারে এই ডিসেম্বরই আত্মপ্রকাশ করবে।

এই লাইনআপে অন্তর্ভুক্ত Zero Ultra একটি ৫জি ফোন হবে, তবে Infinix Zero 20 শুধুমাত্র ৪জি কানেক্টিভিটি অফার করবে। প্রসঙ্গত, আল্ট্রা মডেলটি হবে দুটির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ফোন এবং এটি ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ২০০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করবে। অন্যদিকে, Infinix Zero 20-তে অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। চলুন তাহলে এদেশে লঞ্চের আগে Infinix Zero Ultra মডেলটি সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি দেখে নেওয়া যাক।

Infinix Zero Ultra চলতি মাসেই আসছে ভারতের বাজারে

ইনফিনিক্সের ভারতীয় শাখার তরফে ইনফিনিক্স জিরো আল্ট্রা-এর একটি নতুন অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে, যা নিশ্চিত করেছে যে, নয়া ফোনটি ভারতের বাজারে আগামী ২০ ডিসেম্বর আত্মপ্রকাশ করবে। জানিয়ে রাখি, গত অক্টোবর মাসে ইনফিনিক্স জিরো আল্ট্রা মডেলটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, তাই এর স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই।

ইনফিনিক্সের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট সহ ৬.৮ ইঞ্চির কার্ভড ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ইনফিনিক্স জিরো আল্ট্রা-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ অক্টা-কোর প্রসেসরটি ব্যবহার করা হয়েছে যা মালি জি৬৮ জিপিইউ (GPU)-এর সাথে যুক্ত। এতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের পাওয়া যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিনে রান করে।

Infinix Zero Ultra-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১/১.২২-ইঞ্চির সেন্সর আকার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করছে। আর প্রধান ক্যামেরার সাথে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ডুয়াল-এলইডি ফ্ল্যাশ রয়েছে অন্তর্ভুক্ত রয়েছে৷ সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সহ একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট স্ন্যাপার দেখা যায়।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Zero Ultra ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে, যা ১৮০ ওয়াট থান্ডার চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এটি ব্যাটারিকে মাত্র চার মিনিটে অর্ধেক চার্জ করে দেবে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য একটি টাইপ-সি পোর্ট অফার করে। তবে, হ্যান্ডসেটটিতে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক মিলবে না। নিরাপত্তার জন্য, Zero Ultra-তে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবস্থান করছে এবং এতে একটি স্টেরিও স্পিকার সেটআপও দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি, গ্লোবাল মার্কেটে ইনফিনিক্স জিরো আল্ট্রা দুটি কালার অপশনে পাওয়া যায়- কসলাইট সিলভার এবং জেনেসিস নয়ার। কসলাইট সিলভার কালার ভ্যারিয়েন্টের পরিমাপ ১৬৫.৫০ × ৭৪.৫০ × ৮.৭৬ মিলিমিটার এবং জেনেসিস নয়ার সংস্করণটির পরিমাপ ১৬৫.৫০ × ৭৫.০৮ × ৯.১৬ মিলিমিটার। ফোনটির ওজন মাত্র ২৩১ গ্রাম। এছাড়া, এই ইনফিনিক্স ফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ৫জি কানেক্টিভিটি, ডুয়েল-সিম সাপোর্ট, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্লোনাস এবং বেইডো।

উল্লেখ্য, Infinix Zero Ultra-এর একমাত্র ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫২০ মার্কিন ডলার (প্রায় ৪২,৫০০ টাকা)। তাই অনুমান করা হচ্ছে যে, কোম্পানি এটিকে ভারতে ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে লঞ্চ করতে পারে।

Show Full Article
Next Story