পুরানো ফোন দিন আর 10 হাজার টাকার কমে নিয়ে যান iPhone, পুজো সেলে লোভনীয় দিচ্ছে এই সাইট
ভারতীয় বাজারে আইফোনের প্রতি উন্মাদনা দিন কে দিন বাড়ছে। কম খরচে হাতে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত এই ফোন রাখতে অনেক সময়...ভারতীয় বাজারে আইফোনের প্রতি উন্মাদনা দিন কে দিন বাড়ছে। কম খরচে হাতে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত এই ফোন রাখতে অনেক সময় পুরানো আইফোন কিনতেও দ্বিধা বোধ করেনা। গত ১২ সেপ্টেম্বর iPhone 15 সিরিজ লঞ্চের পর এমনিও অনেক পুরোনো আইফোনের মডেলের দাম কমানো হয়েছে। শুধু তাই নয়, ফ্লিপকার্ট এবং অ্যামাজনে শুরু হচ্ছে ফেস্টিভ সেল, যেখানে আইফোনের বিভিন্ন মডেলে বাম্পার ছাড় দেওয়া হবে। আজ ই-কমার্স সাইট Flipkart আসন্ন Big Billion Days সেলে iPhone 11 এর দাম জানালো।
৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিগ বিলিয়ন ডেজ সেলে, iPhone 13 ও iPhone 12 এর দাম ইতিমধ্যেই জানিয়েছে ফ্লিপকার্ট। আজ আবার iPhone 11 এর মূল্য সামনে আনা হয়েছে। এই ডিভাইসের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ব্যাংক অফারসহ ৩৫,০০০ টাকারও কম দামে কেনা যাবে। আবার যারা পুরানো ফোন এক্সচেঞ্জ করবেন, তারা ১০ হাজার টাকার কমে ডিভাইসটি কেনা যাবে।
iPhone 11 এত কমে কীভাবে কিনবেন
আইফোন ১১ এর ৬৪ জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্টে সেলের সময় ৩৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হবে। আবার এই ডিভাইসের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৩৯,৯৯৯ টাকা। তবে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড থেকে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড় এবং ক্যাশব্যাক দেওয়া হবে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারসহ পুরনো ফোনের বিনিময়েও ছাড় দেওয়া হবে ক্রেতাদের।
ফ্লিপকার্টের তরফে বলা হয়েছে যে, পুরানো ফোন এক্সচেঞ্জ করে আইফোন ১১ কিনলে ৩০,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু পুরানো ফোনের ব্র্যান্ড এবং কন্ডিশনের উপর নির্ভর করবে।