সস্তা হয়ে গেল জনপ্রিয় iPhone, ২০ হাজার টাকার কমে কিনে নিন, এমআরপি ৪৪ হাজার টাকা
আপনি যদি iPhone কেনার জন্য বাম্পার ডিসকাউন্টের অপেক্ষায় থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আসলে অ্যাপলের জনপ্রিয়...আপনি যদি iPhone কেনার জন্য বাম্পার ডিসকাউন্টের অপেক্ষায় থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আসলে অ্যাপলের জনপ্রিয় একটি আইফোন মডেল এখন লোভনীয় অফারের সাথে উপলব্ধ। এটি আপনি সমস্ত অফারের লাভ উঠিয়ে ২০ হাজার টাকারও কমে কিনে নিতে পারবেন। আজ্ঞে হ্যাঁ, বর্তমানে Apple iPhone 11 ফ্লিপকার্টে ২০ হাজার টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। আপনি যদি আইফোন কেনার জন্য খুব বেশি অর্থ ব্যয় করতে না চান, তবে এই ডিলটি আপনার জন্য লাভজনক হবে।
২০ হাজার টাকার কমে জনপ্রিয় iPhone
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এখন চলছে মোবাইল বোনাঞ্জা সেল। এই সেলে আইফোন ১১ অনেক সস্তায় পাওয়া যাবে। এই ফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৩ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এই ফোনের এমআরপি ৪৩,৯৯০ টাকা। তবে ফ্লিপকার্টে এটি এখন ৩৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
এছাড়া ব্যাঙ্ক অফারের কথা বললে, অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে। অর্থাৎ ফোনটি ৩৬,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার পাওয়া যাবে এক্সচেঞ্জ অফার।
অর্থাৎ পুরানো ফোনের বদলে আপনি iPhone 11 কিনলে ছাড় পাবেন। সর্বোচ্চ ১৭,৫০০ টাকা পর্যন্ত অফ মিলবে। অর্থাৎ এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে ফোনটি ৩৬,৯৯৯ - ১৭৫০০ = ১৯,৪৯৯ টাকায় পাওয়া যাবে।