iPhone: এই না হলে ফোন! 7 দিন জলের তলায় থেকেও দিব্যি কাজ করছে

সাধারণ মানুষের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় যে-কোনো ইলেকট্রনিক গ্যাজেটে জল লাগলে তা বেশিরভাগ সময়ই নষ্ট হয়ে যায়, আর...
techgup 5 March 2023 11:09 AM IST

সাধারণ মানুষের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় যে-কোনো ইলেকট্রনিক গ্যাজেটে জল লাগলে তা বেশিরভাগ সময়ই নষ্ট হয়ে যায়, আর স্মার্টফোন হলে তো কোনো কথাই নেই। তবে ডিভাইসটি যদি Apple কোম্পানির হয়, তাহলে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকে। কারণ ইতিমধ্যেই একাধিক প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘদিন যাবৎ টিকে থাকার পর শেষ পর্যন্ত একেবারে সক্রিয়ভাবে অক্ষত থেকে ইউজারমহলে বিশেষভাবে সুপরিচিত হয়েছে বিশ্বখ্যাত টেক জায়েন্টটি কর্তৃক নির্মিত এই আইফোন (iPhone)। অসময়ে জীবন বাঁচানো থেকে শুরু করে বহুদিন জলের তলায় থাকার পর কিংবা খুব উঁচু থেকে পড়ে গিয়েও সচল রয়েছে, এইরকম অজস্র আজব ঘটনা এই ডিভাইসটির ঝুলিতে বিদ্যমান। সেক্ষেত্রে এই চমকপ্রদ হ্যান্ডসেটটিকে কেন্দ্র করে সম্প্রতি আর-একটি আশ্চর্যজনক ঘটনার খবর সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, হালফিলে হ্রদের জলে পড়ে যাওয়ার এক সপ্তাহ পরেও সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় একটি iPhone 11-কে উদ্ধার করা গিয়েছে। আসুন, ঘটনাটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

৭ মিটার গভীর জলের তলায় এক সপ্তাহ ধরে থাকার পরেও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে iPhone 11

জি১ (G1)-এর প্রতিবেদন অনুযায়ী, হালফিলে ব্রেনো রাফায়েল (Breno Rafael) নামের এক শিক্ষার্থী ব্রাজিলের একটি হ্রদে কায়াকিং করার সময় হঠাৎই এক নারীকে ডুবে যেতে দেখেন। ফলে তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে পড়ে তিনি ওই মহিলাটিকে উদ্ধার করে আনেন। কিন্তু দুর্ঘটনাবশত উদ্ধার করার সময় রাফায়েলের আইফোন ১১ হ্রদের জলে পড়ে যায়। এরপর ফোনটিকে খোঁজার বহু চেষ্টা করলেও সেটির কোনো হদিশ মেলেনি। তবে এর এক সপ্তাহ পরে সৌভাগ্যবশত ওই ফোনটি ডাইভিং প্রশিক্ষক এডিনহো রোচা (Edinho Rocha)-র হাতে গিয়ে পড়ে; এবং ফোনটি আদতে কার, তা জানার জন্য তিনি একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

উল্লেখ্য, যেহেতু আইফোন ১১ ডিভাইসটি লক করা ছিল, তাই রোচা এটির মালিকের হদিশ পেতে সক্ষম হননি। সেজন্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি এর আসল মালিকের সন্ধান চালিয়ে যেতে থাকেন। জানিয়ে রাখি, পোস্ট করা মাত্রই রাফায়েলের দেখার আগেই ভিডিওটি ১৭ হাজারেরও বেশি ভিউ পেয়ে যায়। তবে এরপর রাফায়েল ভিডিওটি দেখে বুঝতে পারেন যে সেটা তারই ফোন, এবং তিনি তৎক্ষণাৎ রোচার সঙ্গে যোগাযোগ করে শেষমেশ ফোনটিকে ফিরে পান। সেক্ষেত্রে আশ্চর্যজনক ব্যাপার হল, এক সপ্তাহব্যাপী জলের তলায় থাকার পরও দেখা গেছে যে, রাফায়েলের আইফোন ১১ খুব ভালোভাবে কাজ করছে। যদিও টাচ স্ক্রিনে কিছু সমস্যা দেখা দিয়েছে, কিন্তু এছাড়া ফোনটি একেবারে অক্ষত তথা সক্রিয় অবস্থায় রয়েছে, যা নিঃসন্দেহে এক চমকপ্রদ ব্যাপার।

এর আগেও এরকম অজস্র অবিশ্বাস্য ঘটনা ঘটেছে

প্রসঙ্গত বলে রাখি, এর আগেও iPhone-কে কেন্দ্র করে এই ধরনের একাধিক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এক মাস কিংবা ছয় মাস পর্যন্ত জলের গভীরে থাকার পরেও সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে বিশ্বখ্যাত টেক জায়েন্ট Apple কর্তৃক নির্মিত এই অনবদ্য স্মার্টফোনটির বিভিন্ন মডেল। সেক্ষেত্রে আলোচ্য ঘটনাটি যে iPhone-এর হাজারো বিজয়াগাথার পোর্টফোলিওতে আর-একটি নতুন সংযোজন, তা নিঃসন্দেহে অনস্বীকার্য। উল্লেখ্য যে, ডিভাইসগুলির আইপি (IP) রেটিং সম্পর্কে বিশদে কোনো তথ্য কোনোদিনই প্রকাশ্যে আনেনি Apple। তবে ফোনগুলি যে নিঃসন্দেহে 'বাহুবলী', সেকথা বলাই বাহুল্য। এক্ষেত্রে জানিয়ে রাখি, iPhone 11, ৩০ মিনিট পর্যন্ত ৬.৫ ফুট জলের গভীরে থাকতে সক্ষম বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। আবার অন্যদিকে, সদ্য লঞ্চ হওয়া iPhone 14 সিরিজে আইপি৬৮ (IP68) রেটিং দেওয়া হয়েছে, যার অর্থ হল, এটি ৩০ মিনিট পর্যন্ত ৬ মিটার জলের গভীরতায় সুরক্ষিত থাকবে।

Show Full Article
Next Story