19,999 টাকায় iPhone 12 Mini, জলের দরে আইফোন কিনুন Flipkart Big Billion Days সেলে

আসন্ন উৎসব উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2024 এবং Amazon Great Indian Festival সেল। এই সেলগুলিতে অ্যাপলের বিভিন্ন আইফোন…

Iphone 12 Mini To Sell At Rs 19999 During Flipkart Big Billion Days 2024 Sale Offer Discounts

আসন্ন উৎসব উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2024 এবং Amazon Great Indian Festival সেল। এই সেলগুলিতে অ্যাপলের বিভিন্ন আইফোন মডেল অনেক কম দামে কেনা যাবে। ই-কমার্স সাইটগুলি ধীরে ধীরে iPhone এর কোন মডেলের উপর কত টাকা ছাড় দেওয়া হবে তা জানাচ্ছে। গত পরশু সামনে এসেছে যে, সেলে iPhone 13 কেনা যাবে ৪০ হাজার টাকার কমে। এখন আবার Flipkart Big Billion Days Sale-এ iPhone 12 mini মডেলের উপর কি কি অফার পাওয়া যাবে তা প্রকাশ্যে এল।

আইফোন ১২ মিনি ফ্লিপকার্ট সেলে কিনুন ডিসকাউন্টে : iPhone 12 Mini Discount Offer Price

কয়েকদিন পরে শুরু হতে চলা Flipkart Big Billion Days সেলে Apple iPhone 2 Mini ব্যাঙ্ক অফার সহ পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। এই দাম থাকবে iPhone 12 Mini মডেলের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এই সেলে ফোনটির ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২৪,৯৯৯ টাকা এবং 29,999 টাকা।

অফার এখানেই শেষ নয়, ক্রেতারা Flipkart Big Billion Days সেলে iPhone 12 Mini এর ৬৪ জিবি স্টোরেজ
ভ্যারিয়েন্টের উপর ১৯,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন। আবার এর ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে যথাক্রমে ২৪,৪৫০ টাকা এবং ২৯,২০০ টাকা এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।

আরও পড়ুন: Honor 200 Lite পুজোর আগেই কম দামে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা সহ রয়েছে 108MP রিয়ার ক্যামেরা

অর্থাৎ, আপনি যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেতে সক্ষম হন তবে iPhone 12 Mini এর তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট Flipkart BBD সেল থেকে যথাক্রমে ৫৯৯ টাকায়, ৫৪৯ টাকায় এবং ৭৯৯ টাকায় কিনতে পারবেন। তবে মনে রাখবেন বেশি এক্সচেঞ্জ ডিসকাউন্ট প্রিমিয়াম ফোনের সাথে পাওয়া যাবে।

জানিয়ে রাখি লঞ্চের সময় iPhone 12 Mini এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৯,৯০০ টাকায়, আর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৪,৯০০ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯০০ টাকা।

জানিয়ে রাখি, ২০২০ সালে লঞ্চ হয়েছিল আইফোন ১২ মিনি। আর অ্যাপল যেহেতু ৫ বছর ধরে আইফোনের জন্য সাপোর্ট দিয়ে থাকে, তাই ২০২৫ সাল পর্যন্ত আইফোন ১২ মিনি সফ্টওয়্যার এবং অন্যান্য আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মনে রাখবেন, এই ডিভাইসটি অ্যাপল ইন্ডিয়া ওয়েবসাইটে পাওয়া যাবে না। ফ্লিপকার্ট স্টক শেষ না হওয়া পর্যন্ত এই দামে ফোনটি বিক্রি করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন