ভারতের সবচেয়ে জনপ্রিয় 5G ফোন এটাই, এখন পাওয়া যাচ্ছে সস্তায়, আপনি কিনেছেন?

সুদীর্ঘ অপেক্ষা এবং বহু জল্পনাকল্পনার পর চলতি মাসের শুরুতে দেশের কয়েকটি প্রধান শহরে 5G নেটওয়ার্ক চালু করেছে...
techgup 15 Oct 2022 1:01 PM IST

সুদীর্ঘ অপেক্ষা এবং বহু জল্পনাকল্পনার পর চলতি মাসের শুরুতে দেশের কয়েকটি প্রধান শহরে 5G নেটওয়ার্ক চালু করেছে শীর্ষস্থানীয় দুই টেলিকম কোম্পানি Jio এবং Airtel। নিঃসন্দেহে দেশের আপামর জনসাধারণের জন্য এ যে এক দারুণ সুসংবাদ, সেকথা বলাই বাহুল্য। ফলে প্রায় সকলেই এখন এই দুরন্ত গতির নেটওয়ার্ক ব্যবহারের জন্য চরম আগ্রহী হয়ে উঠেছেন। তাই যাদের কাছে আগে থেকেই 5G স্মার্টফোন কেনা ছিল, তাদের তো সোনায় সোহাগা! আর যাদের এখনও কেনা হয়নি, তারা এই মুহূর্তে একটি ব্র্যান্ড-নিউ 5G সাপোর্টেড হ্যান্ডসেট কেনার জন্য রীতিমতো ব্যস্ত হয়ে উঠেছেন। সেক্ষেত্রে আপনিও কি হালফিলে কোনো ভালো 5G ফোন কেনার প্ল্যান করছেন? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই একবার মন দিয়ে পড়ে নিন। কেননা আজ আমরা ভারতের সবচেয়ে জনপ্রিয় 5G স্মার্টফোনটির কথা আপনাদেরকে জানাতে চলেছি।

iPhone 12 ভারতের সবচেয়ে জনপ্রিয় 5G ফোন

আপনাদেরকে বলে রাখি, ভারতের মার্কেটে উপলব্ধ যাবতীয় ৫জি এনাবল স্মার্টফোনগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস হল আইফোন ১২ (iPhone 12)! কি, শুনে অবাক হলেন নাকি? আজ্ঞে হ্যাঁ, ঠিকই বলছি; সম্প্রতি নেটওয়ার্ক ইন্টেলিজেন্স অ্যান্ড কানেক্টিভিটি ইনসাইটসের গ্লোবাল লিডার ওকলা (Ookla) তাদের রিপোর্টে জানিয়েছে, আইফোন ১২ ৫জি (iPhone 12 5G) ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় ৫জি ডিভাইস। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, এত দামী ফোন হওয়া সত্ত্বেও কীভাবে এটি ভারতীয় মার্কেটে এতটা জনপ্রিয় হয়ে উঠলো? সেক্ষেত্রে বলি, চড়া দামের ডিভাইস হলেও বর্তমানে কিন্তু এটির মূল্য অনেকটাই কমে গিয়েছে।

এত দাম হওয়া সত্ত্বেও কেন iPhone 12 5G এত জনপ্রিয়?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০২০ সালে আইফোন ১২ লঞ্চ হয়েছিল। তবে এরপর আইফোন ১৩ (iPhone 13) এবং আইফোন ১৪ (iPhone 14) সিরিজ মার্কেটে পা রাখায় খুব স্বাভাবিকভাবেই পুরোনো আইফোনের দাম বেশ খানিকটা কমে গেছে। আর সবচেয়ে বড়ো কথা হল, অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্ট (Flipkart)-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ বাম্পার ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবাদে এখন মাত্র ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করলেই ক্রেতারা এই হ্যান্ডসেটটিকে পকেটস্থ করতে সক্ষম হচ্ছেন। তদুপরি, অ্যাপল (Apple)-ও আনুষ্ঠানিকভাবে তাদের অনলাইন ইন্ডিয়া স্টোরে এই ফোনটির দাম বর্তমানে কমিয়ে দিয়েছে। আর এই কারণেই এখন দেশের বহু মানুষই অতি অনায়াসে হ্যান্ডসেটটি কিনতে পারছেন, যার জেরেই আইফোন ১২ ভারতের সবচেয়ে জনপ্রিয় ৫জি স্মার্টফোনের খেতাবটি অর্জন করতে সক্ষম হয়েছে।

Apple-এর ফোন জনপ্রিয় হলেও এই কোম্পানিটি কিন্তু ভারতের সেরা স্মার্টফোন বিক্রেতা

ওকলার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে প্রতি ১০ জনের মধ্যে মাত্র একজন আইফোনের মালিক হলেও ৫জি এনাবল স্মার্টফোন হিসেবে অ্যাপলের ফোনগুলি বেশ ভালো। তবে মার্কিনি টেক জায়েন্টটির ফোন এদেশে সবচেয়ে জনপ্রিয় হলেও ভারতের সেরা স্মার্টফোন বিক্রেতা কে, সেকথাও ওকলার রিপোর্ট থেকে জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারতের শীর্ষ স্মার্টফোন বিক্রেতাদের তালিকার শীর্ষে রয়েছে স্যামসাং (৩১%), আর এর পরে আছে শাওমি (২৩%), রিয়েলমি এবং ভিভো। উল্লেখ্য যে, এর মধ্যে স্যামসাংই একমাত্র চীনের বাইরের স্মার্টফোন ব্র্যান্ড।

সস্তায় 5G ফোন আনছে Google-Jio

প্রসঙ্গত উল্লেখ্য যে, এখন সবেমাত্র ভারতে 5G নেটওয়ার্কের সূচনা হয়েছে। সেক্ষেত্রে দেশের প্রতিটি টেলিকম কোম্পানি পুরোদমে সারা দেশে 5G সার্ভিস চালু করলে দেশের সাম্প্রতিক পরিস্থিতি আমূল বদলে যাবে, এবং সেইসাথে যাবতীয় পরিসংখ্যানেও বেশ বড়োসড়ো পরিবর্তন ঘটবে। উল্লেখ্য যে, ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio ২০২৩ সালে Google-এর সাথে হাতে হাত মিলিয়ে একটি 5G এনাবেলড Android স্মার্টফোন বাজারে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। সাশ্রয়ী মূল্যের Jio-র এই স্মার্টফোনটি ক্যারিয়ার লক হবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে কমদামি এই হ্যান্ডসেটটি আগামী দিনে ভারতের বাজারে সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠতে পারবে কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে।

Show Full Article
Next Story