Amazon নাকি Flipkart, কোন সেলে iPhone 13 ও iPhone 15 সিরিজ সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে দেখুন

আজ থেকে শুরু হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল ও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। এই দুই সেলে নতুন ও পুরানো আইফোন লোভনীয় অফারে কেনা…

Iphone-13-Iphone-15-Best-Deal-Comparison-Flipkart-And-Amazon-Sale

আজ থেকে শুরু হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল ও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। এই দুই সেলে নতুন ও পুরানো আইফোন লোভনীয় অফারে কেনা যাবে। আপনি ৩০ হাজার টাকা পর্যন্ত সস্তায় iPhone 13 ও iPhone 15 সিরিজের ফোনগুলি কিনতে পারেন। আসুন ফ্লিপকার্ট নাকি অ্যামাজনে আইফোনের কোন মডেল সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে দেখে নেওয়া যাক।

Flipkart নাকি Amazon Sale থেকে iPhone 13 ও iPhone 15 সিরিজ কেনা লাভজনক

iPhone 13

আইফোন ১৩ মডেলটি ৪১,৯৯৯ টাকায় গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে তালিকাভুক্ত হয়েছে। তবে ব্যাঙ্ক কার্ড অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা নিতে পারলে ডিভাইসটি ৩৯,৯৯৯ টাকা বা তার চেয়ে কম দামে কেনা যাবে। এটি ৭৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল।

iPhone 15

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে আইফোন ১৫ মাত্র ৫৪,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। এর সাথে ১,৫০০ টাকা ব্যাঙ্ক অফার ও ৩,০০০ টাকা এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এই অফারগুলি পেয়ে গেলে ডিভাইসটি ৫০,৪৯৯ টাকার কমে নিজের করা যাবে।

iPhone 15 Plus

আইফোন ১৫ প্লাস ফ্লিপকার্টে ৬৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে এবং বিগ বিলিয়ন ডেজ সেলের সময় এইচডিএফসি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১,৫০০ টাকা অতিরিক্ত ব্যাঙ্ক কার্ড অফার পাওয়া যাবে।

iPhone 15 Pro

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন আইফোন ১৫ প্রো ৮৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার এর সাথে ৫,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট ও ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

iPhone 15 Pro Max

গত বছরের সবচেয়ে শক্তিশালী আইফোন মডেল iPhone 15 Pro Max চলমান ফ্লিপকার্ট বিবিডি সেলে ১০৯,৯০০ টাকায় তালিকাভুক্ত আছে। প্রো মডেলের মতো এখানেও ৫,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং ৫,০০০ টাকা এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন