ছোট ডিসপ্লের iPhone 15 Mini লঞ্চ করে কি সবাইকে চমকে দেবে Apple, ইভেন্টের কয়েক ঘন্টা আগে নয়া রিপোর্ট প্রকাশ্যে

Apple প্রথম ২০২০ সালে iPhone 12 Mini লঞ্চ করে। এটাই প্রথম Mini মডেল ছিল। এরপর সংস্থাটি iPhone 13 Mini বাজারে নিয়ে আসে। যদিও এই দুটি…

Apple প্রথম ২০২০ সালে iPhone 12 Mini লঞ্চ করে। এটাই প্রথম Mini মডেল ছিল। এরপর সংস্থাটি iPhone 13 Mini বাজারে নিয়ে আসে। যদিও এই দুটি মডেলই খুব বেশি জনপ্রিয়তা পায়নি। আর এই কারণেই Apple গতবছর iPhone 14 Mini নামে কোনো মডেল লঞ্চ করেনি Apple। এমনকি এবছরও এই নামের কোনো মডেল আত্মপ্রকাশের কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তাহলে কি Mini মডেলের মৃত্যু হতে চলেছে? নয়া একটি রিপোর্ট সামনে আসার পর এই দাবি আরও জোরালো হয়েছে।

iPhone Mini মডেল বন্ধ করে দিতে চলেছে Apple

জনপ্রিয় টিপস্টার মার্ক গুরমান দাবি করেছেন যে, অ্যাপল তাদের আইফোন ১৩ মিনি মডেলের স্টক শেষ করতে তৎপর হয়ে উঠেছে। আমেরিকায় এই মডেলের শিপমেন্ট আর মাত্র ২-৩ সপ্তাহ করা সম্ভব, যেখানে অন্যান্য দেশে ৬-৮ সপ্তাহ করা যাবে।

এরফলে কয়েক মাস পর থেকে আর iPhone 13 Mini কেনা যাবে না। কারণ অ্যাপল আর এই মডেল তৈরি করতে আগ্রহী নয়‌। কিছুমাস আগে একটি রিপোর্টে বলা হয়েছিল, মোট iPhone 13 সিরিজের বিক্রির ৩ শতাংশ দখল করেছে iPhone 13 Mini, যা খুবই হতাশাজনক। আসলে ছোট ডিসপ্লে থাকলেও দাম বেশি হওয়ায় কারণে এই মডেল জনপ্রিয়তা পায়নি।

প্রসঙ্গত, আজ Apple iPhone 15 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, ও iPhone 15 Pro Max/Ultra মডেল চারটি বাজারে আসবে। এছাড়া আগামী বছর iPhone SE 4 আত্মপ্রকাশ করতে পারে।