পুরো 27 হাজার টাকা সস্তা iPhone 13, এত কমে এই প্রথম কেনার সুযোগ, কি করবেন?

স্মার্টফোনের বাজারে iPhone-এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অনেক ব্যবহারকারীই এখন অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সুইচ...
techgup 27 Sept 2023 10:38 AM IST

স্মার্টফোনের বাজারে iPhone-এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অনেক ব্যবহারকারীই এখন অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সুইচ করছেন। আর সাধ্যের মধ্যে থাকায় iPhone 13 মডেলটি এখন Apple-এর সবচেয়ে প্রিয় মডেলগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। iPhone 14-এর সাথে এই মডেলটির অনেকটা সাদৃশ্য থাকায় ও বাজেট ফ্রেন্ডলি হওয়ায় গত বছরও iPhone 13-এর বিক্রি অনেকটাই বেশি ছিল। এবছরও iPhone 15 মডেলটি ৭৯,৯০০ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ হওয়ায় যে সমস্ত ক্রেতাদের কাছে এই নতুন ফোনটির দাম বেশি বলে মনে হচ্ছে, তারা iPhone 13-কে একটি ভালো বিকল্প হিসেবে বেছে নিতে পারেন।

iPhone 13 মডেলে পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য অফার

আইফোন ১৩-এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ৫২,৪৯৯ টাকা মূল্যে ফ্লিপকার্টে তালিকাভুক্ত আছে। যদিও লঞ্চ হবার সময় ফোনটির এমআরপি ছিল ৭৯,৯৯০ টাকা, তাই আসল দামের সাথে তুলনা করলে আপনি ফ্লিপকার্টে ২৭,৪০১ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

লক্ষ্যনীয় বিষয় হলো এই যে, Apple সম্প্রতি ভারতে এই মডেলটির দাম কমিয়ে ৫৯,৯৯০ টাকা করেছে। যেখানে সংস্থাটি গত বছর এই ফোনটির দাম কমিয়ে ৬৯,৯০০ টাকা করেছিল।

কেন এই মুহূর্তে iPhone 13 কেনা উচিত নয়?

প্রতিবছর দীপাবলি উপলক্ষে ই-কমার্স সাইটগুলি বিভিন্ন অফার দিয়ে থাকে। আর এই বছরও তার অন্যথা হবে না। কারণ শীঘ্রই Amazon এবং Flipkart, উভয়ই দীপাবলি সেল নিয়ে আসতে চলেছে। টিজার পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, Flipkart Big Billion Days Sale এবং Amazon Great Indian Festival Sale অক্টোবরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে।

যদিও সেলের সঠিক তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে ফ্লিপকার্টের টিজার পেজ থেকে জানা গেছে এই সেলে আইফোনে বড়সড় ডিসকাউন্ট দেওয়া হবে। উল্লেখ্য, প্রতিবছরই এই শপিং সাইটগুলি পুরনো আইফোনে আকর্ষণীয় ছাড় অফার করে থাকে। আশা করা যায় এ বছরও এই ডিভাইগুলিতে ছাড় পাওয়া যাবে। তাই আপনি যদি iPhone 13 কিনবেন বলে মনে করেন তাহলে আরো কিছুদিন অপেক্ষা করতেই পারেন।

Show Full Article
Next Story