সস্তায় পাওয়া যাচ্ছে iPhone 14 এর 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, এখান থেকে ঝটপট অর্ডার করুন
আইফোন 14 মডেলের 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এই মুহূর্তে অনেক কম দামে অ্যামাজনে তালিকাভুক্ত আছে। এর আসল দাম 99,900 টাকা। তবে অ্যামাজনে 23 শতাংশ ডিসকাউন্ট সহ ডিভাইসটি তালিকাভুক্ত।
আপনি যদি আইফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এখন আপনার সামনে ভালো সুযোগ আছে। আসলে iPhone 16 সিরিজ লঞ্চের পরে, iPhone 14 এবং iPhone 15 সিরিজের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি iPhone 14 সিরিজের বিভিন্ন ভ্যারিয়েন্টে লোভনীয় ছাড় দিচ্ছে। এই প্রতিবেদনে আমরা iPhone 14 এর 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া অফার সম্পর্কে বলবো। অ্যামাজনে এই মডেলটি এখন বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
iPhone 14 এর 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমলো
আইফোন 14 মডেলের 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এই মুহূর্তে অনেক কম দামে অ্যামাজনে তালিকাভুক্ত আছে। এর আসল দাম 99,900 টাকা। তবে অ্যামাজনে 23 শতাংশ ডিসকাউন্ট সহ ডিভাইসটি তালিকাভুক্ত। এরফলে মাত্র 76,900 টাকায় এই আইফোন মডেলটি কিনতে পারবেন। ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। অ্যামাজন নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে 2000 টাকা ছাড় দিচ্ছে।
তবে আপনি যদি একসাথে এত অর্থ ব্যয় করতে না চান, তাহলে অ্যামাজন এই আইফোন ইএমআই দিয়েও কেনার সুযোগ দিচ্ছে। মাসে মাত্র 3,464 টাকা ইএমআই দিয়েও iPhone 14 512GB মডেলটি বাড়িতে নিয়ে যেতে পারবেন। এছাড়া আপনি এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারেন। পুরনো ফোন এক্সচেঞ্জ করে 27,950 টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।
স্পেসিফিকেশন ও ফিচার
- জানিয়ে রাখি, আইফোন 14 মডেলটি 2022 সালে লঞ্চ হয়েছিল। এতে অ্যালুমিনিয়াম ফ্রেম সহ গ্লাস ব্যাক প্যানেল ডিজাইন আছে।
- ডিভাইসে এইচডিআর10, ডলবি ভিশন সহ 6.1 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
- স্মার্টফোনটি আইওএস 16 অপারেটিং চলে যা এখন আইওএস 18.2 এ আপগ্রেড করা যাবে।
- ফটোগ্রাফির জন্য এতে 12 + 12 মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা উপস্থিত।
- সেলফি ও ভিডিও কলিংয়ের পাওয়া যাবে 12 মেগাপিক্সেল ক্যামেরা।
- এই স্মার্টফোনে 3279mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আইফোন 14 মডেলের 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এই মুহূর্তে অনেক কম দামে অ্যামাজনে তালিকাভুক্ত আছে। এর আসল দাম 99,900 টাকা। তবে অ্যামাজনে 23 শতাংশ ডিসকাউন্ট সহ ডিভাইসটি তালিকাভুক্ত।