iPhone 15 লঞ্চ হওয়ার আগেই 15 হাজার টাকা কম দামে iPhone 14, স্বপ্ন এবার সত্যি করে নিন
আগামী মাসে iPhone 15 সিরিজের লঞ্চ হওয়ার কথা। আর নতুন মডেল আসার আগেই তাই পুরানো iPhone 14 মডেলে পাওয়া যাচ্ছে বিশাল...আগামী মাসে iPhone 15 সিরিজের লঞ্চ হওয়ার কথা। আর নতুন মডেল আসার আগেই তাই পুরানো iPhone 14 মডেলে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। তাই যদি এই মুহূর্তে আইফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি আপনার জন্য উপযুক্ত সময় প্রমাণিত হতে পারে। করণ আপনি সমস্ত অফারের সম্পূর্ণ ফায়দা তুলতে পারলে ২০ হাজার টাকারও কম দামে iPhone 14 অর্ডার করতে পারবেন ।
২০,০০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14
এখানে আমরা আপনাকে আইফোন ১৪ এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া অফারের বিষয়ে বলছে। প্রসঙ্গত, আইফোন ১৪-এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৭৭,৯৯৯ টাকায়। ফোনটির আসল দাম ৮৯,৯০০ টাকা অর্থাৎ এটি ১১,৯০১ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত হয়েছে।
শুধু তাই নয়, ফ্লিপকার্ট আপনাকে iPhone 14 এর সাথে ৬০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। অর্থাৎ, আপনার যদি জনপ্রিয় কোনো ব্র্যান্ডের ভালো অবস্থার ফোন থাকে এবং সেটি এক্সচেঞ্জ করে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যান, তাহলে মাত্র ১৭,৯৯৯ টাকায় (₹ ৭৭,৯৯৯ - ₹ ৬০,০০০), ডিভাইসটি কিনতে পারবেন।
আবার আপনার কাছে যদি HDFC ব্যাঙ্কের কার্ড থাকে, তবে আপনি iPhone 14 কেনার সময় অতিরিক্ত ৪ হাজার টাকা ছাড় পাবেন। কেনাকাটা করার আগে, ফ্লিপকার্টের ওয়েবসাইটে গিয়ে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারগুলির ভালভাবে দেখে নেবেন।