লঞ্চের পর প্রথমবার সবচেয়ে কম দামে iPhone 14, অবিশ্বাস্য অফার নিয়ে হাজির Flipkart Big Saving Days Sale

Apple -এর নিয়ে আসা লেটেস্ট আইফোন লাইনআপ, iPhone 14 লঞ্চ-পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। যদিও সিরিজের সমস্ত...
SUMAN 11 March 2023 2:33 PM IST

Apple -এর নিয়ে আসা লেটেস্ট আইফোন লাইনআপ, iPhone 14 লঞ্চ-পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। যদিও সিরিজের সমস্ত ফোনের দাম বেশি থাকায় অনেকেই এখনও কিনে উঠতে পারেননি। কিন্তু এখন তুলনায় অনেকটা সাশ্রয়ী মূল্যে এই সিরিজের বেস মডেলকে কিনে নেওয়া যাবে। আসলে ই-কমার্স সাইট Flipkart আয়োজিত 'Big Saving Days' সেলে সর্বনিম্ন দামে iPhone 14 মডেলটিকে বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে নির্ধারিত পরিমাণ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক কার্ড অফারের পর ব্যয়বহুল এই হ্যান্ডসেটকে প্রায় ২৬,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সাথে পকেটস্থ করে নেওয়া যাবে।

Flipkart Big Saving Days Sale থেকে সস্তায় কিনুন Apple iPhone 14

২০২২ সালের সেপ্টেম্বর মাসে টেক জায়ান্ট অ্যাপল তাদের লেটেস্ট আইফোন ১৪ মডেলের ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে ৭৯,৯০০ টাকায় লঞ্চ করেছিল। কিন্তু ই-কমার্স সাইট ফ্লিপকার্ট আয়োজিত বিগ সেভিংস ডেজ সেল চলাকালীন এটি ফ্লাট ১৭% বা ১৩,৯০১ টাকা ডিসকাউন্ট সহ বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। যারপর ফোনটিকে কিনতে মাত্র ৬৫,৯৯৯ টাকা খরচ করতে হচ্ছে।

অন্যান্য অফারের কথা বললে, ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। একইভাবে, ICICI ব্যাঙ্কের এবং American Express ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে অতিরিক্ত ১০% ছাড় মিলবে। আবার Flipkart Axis ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা পেয়ে যাবেন ৫% ক্যাশব্যাক।

এছাড়া পুরোনো হ্যান্ডসেটের পরিবর্তে Apple iPhone 14 মডেলটি কিনলে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। তবে আগেই বলে দিই, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ আপনার বিদ্যমান ফোনের বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থা, ব্র্যান্ড এবং মডেল নম্বরের উপর নির্ভর করবে।

যাইহোক, আলোচ্য অফার সমূহ iPhone 14 ফোনের - রেড, ব্লু, মিডনাইট, পার্পেল এবং স্টারলাইট ভ্যারিয়েন্টের সাথে প্রযোজ্য থাকছে। তবে ইয়ালো ভ্যারিয়েন্টটির দাম কমানো হয়নি, অর্থাৎ এটির দাম এখনো ৭২,৯৯৯ টাকা থাকছে।

Apple iPhone 14 -এর স্পেসিফিকেশন

অ্যাপল আইফোন ১৪ ফ্লাট-এজ অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এসেছে এবং নিরাপত্তার জন্য ডিভাইসের সামনে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড। এতে ৬.১-ইঞ্চির (২,৫৩২×১,১৭০ পিক্সেল) সুপার রেটিনা এক্সডিআর OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস, P3 ওয়াইড কালার গ্যামেট, ডলবি ভিশন এবং HDR টেকনোলজি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে সংস্থার নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে রান করে। স্টোরেজ হিসাব এতে ৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত মেমোরি পাওয়া যাবে। তদুপরি, বায়োমেট্রিক সিকিউরিটি অপশন হিসেবে এতে ফেস আইডি উপলব্ধ।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, আইফোন ১৪ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এগুলি হল - এফ/১.৭ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এই রিয়ার ক্যামেরা সেটআপ নতুন স্ট্যাবিলাইজেশন ফিচার, ডিপ ফিউশন ও অ্যাকশান মোড সাপোর্ট করে। LED ফ্ল্যাশ লাইটটি ক্যামেরা মডিউলের ভিতরে স্থাপন করা হয়েছে। তদুপরি, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/১.৯ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। আইফোন ১৪ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলের পরিমাপ ১৪৬.৭x৭১.৫x৭.৮ মিমি এবং ওজন ১৭২ গ্রাম। এটি IP68 সার্টিফাইড, ফলে জল ও ধুলো লাগা সত্ত্বেও ডিভাইসটির কোনো ক্ষতি হবে না।

Show Full Article
Next Story