ভুয়ো গাড়ি দুর্ঘটনার মেসেজ পাঠাচ্ছে iPhone, Apple কে সতর্ক করল সরকার
Apple বিগত কিছু বছরে তাদের গ্যাজেটগুলির জন্য বেশ কয়েকটি কার্যকর ফিচার নিয়ে এসেছে। এগুলির বেশিরভাগই বহু ইউজারদের প্রাণ...Apple বিগত কিছু বছরে তাদের গ্যাজেটগুলির জন্য বেশ কয়েকটি কার্যকর ফিচার নিয়ে এসেছে। এগুলির বেশিরভাগই বহু ইউজারদের প্রাণ বাঁচিয়ে ছাপোষা সাধারণ মানুষের জীবনে জিয়নকাঠির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সেক্ষেত্রে Apple-এর নানাবিধ ডিভাইসগুলিতে মজুত থাকা একটি অত্যন্ত জরুরি ফিচার হল ক্র্যাশ ডিটেকশন (Crash Detection)। সম্প্রতি iPhone 14, iPhone 14 Pro, Apple Watch Series 8 এবং Apple Watch Ultra-র সাথে এই ফিচারটি নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, কাটিং-এজ সেন্সরের সাহায্য নিয়ে এই সব গ্যাজেটগুলি তৈরি করা হয়েছে, যা অল্প সময়ের মধ্যেই গাড়ি দুর্ঘটনা ডিটেক্ট করতে পারে। জানিয়ে রাখি, আচমকা কোনো গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হলে উক্ত ফিচারটির সাহায্যে চালকের iPhone থেকে জরুরি ভিত্তিতে এমার্জেন্সি নম্বরে অ্যালার্ট পাঠানো যায়। স্পষ্টতই সাধারণ মানুষের জীবন বাঁচাতে ফিচারটি যে কতটা কার্যকর, সে সম্পর্কে আর নতুন করে কিছু বলার কোনো প্রয়োজন নেই।
তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, আইফোন ১৪-এর ক্র্যাশ ডিটেকশন ফিচার মারফত জাপানে শতাধিক ভুয়ো অ্যালার্ট পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আসলে ব্যাপারটা হল, কোনো গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তবেই উক্ত ফিচারটি এমার্জেন্সি নম্বরে জরুরি অ্যালার্ট পাঠায়। কিন্তু প্রযুক্তির গোলযোগের কারণে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, দুর্ঘটনা না ঘটা সত্ত্বেও আইফোন ১৪ থেকে জরুরী অ্যালার্ম পৌঁছে যাচ্ছে এমার্জেন্সি পরিষেবার কাছে, যার ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে জাপানের টোকিওতে। আইএএনএস (IANS)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৪-এর ক্র্যাশ ডিটেকশন ফিচারের সুবাদে জাপানের স্কিইং এলাকার নিকটবর্তী দমকল বিভাগগুলির কাছে হালফিলে প্রচুর সংখ্যক জরুরী কল এসেছে।
iPhone 14-এর ক্র্যাশ ডিটেকশন ফিচারের দৌলতে জাপানে এল ১০০ টিরও বেশি ভুয়ো জরুরি কল
রিপোর্ট অনুযায়ী, কিতা-আল্পস নাগানো ফায়ার ডিপার্টমেন্টে ৯১৯ টি জরুরি কল এসেছে, যা নাগানো প্রশাসনিক অঞ্চলের পাঁচটি পৌরসভা পরিচালনা করে। জানা গিয়েছে, ২০২২ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই কলগুলি করা হয়েছিল। এর মধ্যে ১৩৪ টি ছিল অ্যাপলের ডিভাইসের ক্র্যাশ ডিটেকশন ফিচারের কারণে সৃষ্ট ভুয়ো অ্যালার্ম। অন্যদিকে, ঠিক একইভাবে গিফু প্রদেশের গুজো সিটি ফায়ার ডিপার্টমেন্টে ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ৩৫১ টি এমার্জেন্সি কল এসেছে বলে জানা গিয়েছে, যার মধ্যে ১৩৫ টি কল ছিল মার্কিনি টেক জায়েন্টটির ডিভাইসে উপলব্ধ ক্র্যাশ ডিটেকশন ফিচার মারফত সৃষ্ট ভুয়ো অ্যালার্ম।
বিশেষ সতর্কতা জারি করলো সরকার
খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে ইন্টারনাল অ্যাফেয়ার্স ও যোগাযোগ মন্ত্রণালয়ের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের স্মার্টফোন সহ অন্যান্য ডিভাইসে উপলব্ধ ক্র্যাশ ডিটেকশন ফিচারের গোলযোগের কারণে এমার্জেন্সি পরিষেবাগুলির কাছে ভুয়ো অ্যালার্ম এসে পৌঁছোনোয় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সত্যি সত্যিই দুর্ঘটনা ঘটেছে ভেবে জরুরি কল পাওয়া মাত্রই তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছোচ্ছে এমার্জেন্সি সার্ভিস, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আদৌ কিছুই ঘটেনি। তাই ক্র্যাশ ডিটেকশন ফিচার মারফত কোনো জরুরী কল রিসিভ করলে সেগুলিকে যাতে যথাযথভাবে খতিয়ে দেখা হয়, সে ব্যাপারে বিশেষ নির্দেশিকা জারি করেছে মন্ত্রক।
ক্র্যাশ ডিটেকশন ফিচারটি কীভাবে কাজ করে?
যারা জানেন না তাদেরকে বলে রাখি, ক্র্যাশ ডিটেকশন ফিচারটি Apple iPhone 14 সহ অন্যান্য সামঞ্জস্যপূর্ণ ডিভাইস থেকে প্রথমে এমার্জেন্সি এসওএস (Emergency SOS) অ্যাক্টিভেট করে। এর মাধ্যমে ইউজারদের কন্ট্যাক্ট লিস্টে বিদ্যমান এমার্জেন্সি নম্বরের সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ স্থাপিত হয়। উল্লেখ্য যে, ক্র্যাশ ডিটেকশন ফিচার উপলব্ধ রয়েছে, এরকম ডিভাইসগুলিতে এমন অ্যালগরিদম দেওয়া হয়েছে, যা iPhone থেকে ডেটা অ্যানালিসিস করে। আর এর সুবাদেই আদৌ কোনো গাড়ি দুর্ঘটনা ঘটেছে কি না, তা খুব সহজেই নির্ধারণ করা যায়। এক্ষেত্রে বলে রাখি, iPhone 14 এবং iPhone 14 Pro ব্যবহারকারীরা নিজেদের ফোনের হেল্থ (Health) অ্যাপে গিয়ে এমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন।