অক্ষয় তৃতীয়া উপলক্ষে 21 হাজার টাকা ছাড়ে iPhone 14, এখান থেকে কিনুন

আপনি যদি iPhone কেনার কথা ভেবে থাকেন, তাহলে আর দেরি করে লাভ নেই। এই মুহুর্তে ২১ হাজার টাকা পর্যন্ত ছাড়ে iPhone 14 কিনতে পারবেন। Apple…

আপনি যদি iPhone কেনার কথা ভেবে থাকেন, তাহলে আর দেরি করে লাভ নেই। এই মুহুর্তে ২১ হাজার টাকা পর্যন্ত ছাড়ে iPhone 14 কিনতে পারবেন। Apple এর প্রিমিয়াম রিসেলার ম্যাপেল (Maple) অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই আকর্ষণীয় অফারটি দিচ্ছে। iPhone 14 এর ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯০০ টাকা। তবে ম্যাপেল এর উপর ১১ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে।

এছাড়া আপনার কাছে যদি HDFC ব্যাঙ্কের কার্ড থাকে, তাহলে ৪ হাজার টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন। এর পাশাপাশি iPhone 24 এর সাথে ৬ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। এই অফারগুলির লাভ ওঠাতে পারলে আইফোনটি ২১ হাজার টাকা পর্যন্ত সস্তায় পকেটস্থ করা যাবে।

Apple iPhone 14 এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন

অ্যাপলের আইফোন ১৪-এ রয়েছে ২৫৩২×১১৭০ পিক্সেল রেজোলিউশনের ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এতে সিরামিক শিল্ড প্রোটেকশন উপস্থিত, এটি ডিসপ্লেকে স্ক্র্যাচ থেকে রক্ষা করে। ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়- ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাবেন। 

এছাড়া ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরও দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। প্রসেসরের কথা বলতে গেলে, আইফোন ১৪-এ এ১৫ বায়োনিক চিপ ব্যবহার করা করছে। আইফোনটি শক্তিশালী ব্যাটারির সাথে এসেছে। অ্যাপলের দাবি, একবার ফুল চার্জ করলে ডিভাইসটি ২০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং ৮০ ঘণ্টা পর্যন্ত অডিও প্লেব্যাক দেবে।