iPhone 14 Max Launch Today: আজ আসছে প্রতীক্ষিত আইফোন ১৪ ম্যাক্স, ফাঁস দাম ও ফিচার
iPhone 14 Max India launch today: আজ অর্থাৎ ৭ই আগস্ট 'Far Out' ইভেন্টে Apple তাদের 'নেক্সট জেনারেশন' iPhone 14 সিরিজ,...iPhone 14 Max India launch today: আজ অর্থাৎ ৭ই আগস্ট 'Far Out' ইভেন্টে Apple তাদের 'নেক্সট জেনারেশন' iPhone 14 সিরিজ, Apple Watch 8, 8 Pro ওয়্যারেবল এবং একটি নতুন বাজেট iPad সহ একাধিক প্রোডাক্ট ঘোষণা করতে চলেছে৷ এক্ষেত্রে, আমেরিকার টেক জায়ান্টটি তাদের এই নতুন আইফোন লাইনআপের অধীনে মোট চারটি নতুন মডেল নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে, যথা - iPhone 14, iPhone 14 Max / Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max৷ যার মধ্যে 'Max' বা 'Plus' নামের ফোনটি হয়তো 'Mini' মডেলের পরিবর্তে এই বছর আত্মপ্রকাশ করবে। লঞ্চের কয়েকঘন্টা আগে এই ফোনের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। চলুন iPhone 14 Max কী কী অফার করতে পারে দেখে নেওয়া যাক।
আইফোন ১৪ ম্যাক্স -এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ডিজাইন (iPhone 14 Max expected specifications and design)
অ্যাপলের আপকামিং আইফোন লাইন-আপের একটি নতুন সংযোজন হতে চলেছে আইফোন ১৪ ম্যাক্স। যদিও হালফিলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে, আইফোন ১৪ ম্যাক্স -কে হয়তো আইফোন ১৪ প্লাস নামে বাজারজাত করা হতে পারে। আর সত্যি যদি অ্যাপল তাদের আসন্ন মডেলটিকে 'প্লাস' নামের সাথে লঞ্চ করে, তাহলে হয়তো ফোনটিতে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ আইফোন ১৪ -এর চেয়ে তুলনায় বড় ডিসপ্লে প্যানেল দেখা যাবে। আর ডিসপ্লে সাইজে তারতম্য থাকলেও, আলোচ্য দুটি 'নন-প্রো' ভ্যারিয়েন্টে কিন্তু স্পেসিফিকেশন-গত কোনও পরিবর্তন আনা হবে না বলেই আশা করা হচ্ছে।
এক্ষেত্রে, আইফোন ১৪ ম্যাক্স একটি ৬.৭-ইঞ্চির ডিসপ্লে সহ আসতে পারে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর পারফরম্যান্সের জন্য উক্ত ডিভাইসে অ্যাপল বিকশিত এ১৫ বায়োনিক চিপসেট থাকতে পারে, যা গত বছর লঞ্চ হওয়া iPhone 13 সিরিজেও ব্যবহৃত হয়েছিল। প্রসঙ্গত, এই ম্যাক্স মডেলের ডিসপ্লে নচের আকারও 'প্রো' ভ্যারিয়েন্টগুলির তুলনায় ভিন্ন হতে পারে।
আইফোন ১৪ ম্যাক্স -এর সম্ভাব্য দাম (iPhone 14 Max expected price in India)
দামের প্রসঙ্গে বললে, আইফোন ১৪ সিরিজের দাম সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য সামনে আসেনি। কিন্তু সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে বলা হয়েছে যে, আসন্ন এই সিরিজ অন্তর্গত মডেলগুলি সম্ভবত পূর্বসূরি আইফোন ১৩ -এর মতো অনুরূপ প্রাইজ ট্যাগ বহন করবে। এক্ষেত্রে, আইফোন ১৪ -এর প্রারম্ভিক মূল্য ভারতে ৮০,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে। ফলে আইফোন ১৪ ম্যাক্সের দাম কিছুটা বেশি থাকলেও, হয়তো লাখের গন্ডি ছাড়াবে না।
প্রসঙ্গত, আজকে অনুষ্ঠিত হতে চলা ইভেন্টটিতে অ্যাপল একটি পরবর্তী প্রজন্মের বাজেট-রেঞ্জ আইপ্যাডের ঘোষণা করবে বলেও আশা করা হচ্ছে। একই সাথে, অ্যাপল ওয়াচ ৮ এবং ওয়াচ ৮ প্রো নামের দুটি নয়া স্মার্টওয়াচও লঞ্চ হতে পারে। যার মধ্যে, প্রো মডেলটি তুলনায় অধিক প্রিমিয়াম ফিচার, নতুন ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ আসবে। পাশাপাশি, এই অ্যাপল ওয়াচগুলি আরও বেশি হেলথ ফিচার এবং একটি ইন-বিল্ট জিপিএস -ও অফার করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ডিজাইনের ক্ষেত্রেও কিছু ছোটখাটো পরিবর্তন নজরে পড়তে পারে, এমন তথ্যও উঠে এসেছে কিছু রিপোর্টে। যাইহোক, আইফোন, আইপ্যাড এবং স্মার্টওয়াচ সম্পর্কিত উপরিউক্ত দাবিগুলি কতটা সত্যি, তা জানতে আমাদের আজ ভারতীয় সময় অনুসারে রাত ১০.৩০টা থেকে শুরু হতে চলা 'ফার আউট' ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।