iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max ভারতে লঞ্চ হল, দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে

Apple iPhone 14 সিরিজ অবশেষে আজ 'Far Out' ইভেন্টে লঞ্চ হল। এই সিরিজে রয়েছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro,...
techgup 8 Sept 2022 1:18 AM IST

Apple iPhone 14 সিরিজ অবশেষে আজ 'Far Out' ইভেন্টে লঞ্চ হল। এই সিরিজে রয়েছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max নামের চারটি ফোন। এর মধ্যে প্রথম দুটি ফোনের দাম তুলনায় কম। তবে দাম কম হলেও এগুলিতে প্রো মডেলের মতো স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার রয়েছে, যা জরুরি পরিস্থিতিতে সেলুলার নেটওয়ার্ক ছাড়াও মেসেজ ও কল করতে দেবে। যদিও iPhone 14, iPhone 14 Plus এর সবচেয়ে হতাশাজনক বৈশিষ্ট্য হল এর প্রসেসর, কারণ ফোন দুটি iPhone 13 এর সাথে আসা এ১৫ বায়োনিক (A15 Bionic) চিপসেট সহ লঞ্চ হয়েছে। যদিও প্রো মডেল দুটিতে রয়েছে নতুন এ১৬ বায়োনিক (A16 Bionic) চিপসেট।

আবার iPhone 14 ও iPhone 14 Pro তুলনামূলকভাবে ছোট ডিসপ্লে সহ এসেছে। যেখানে তুলনায় বড়ো ডিসপ্লে দেখা যাবে iPhone 14 Plus, iPhone 14 Pro Max ফোনে। এছাড়া প্রো মডেলগুলিতে প্রথমবার পিল শেপ হোল পাঞ্চ ডিজাইন দেখা যাবে। আসুন ফোনগুলির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন প্রো ১৪ ম্যাক্স এর দাম ও সেলের তারিখ - iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max Price in India, Sale Date

আইফোন ১৪ এর দাম দাম শুরু হয়েছে ৭৯,৯০০ টাকা থেকে। যেখানে আইফোন ১৪ প্লাস কিনতে খরচ করতে হবে নূন্যতম ৮৯,৯০০ টাকা। ফোন দুটি ব্লু, মিডনাইট, পার্পেল, স্টারলাইট ও (প্রোডাক্ট) রেড কালারে পাওয়া যাবে। বেস মডেলটির প্রি-অর্ডার শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে, এবং সেল শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। আবার আইফোন ১৪ প্লাস এর সেল ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

অন্যদিকে আইফোন ১৪ প্রো এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ১,২৯,৯০০ টাকা। আবার আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হবে ১,৩৯,৯০০ টাকা থেকে। এগুলির আগামী ৯ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং সেল শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে।

জানিয়ে রাখি, iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max ভারতে Apple online store এবং অনুমোদিত রিটেল স্টোর থেকে পাওয়া যাবে।

আইফোন ১৪ স্পেসিফিকেশন - iPhone 14 Specifications

আইফোন ১৪ লঞ্চ হয়েছে ফ্লাট-এজ অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম ও আইপি৬৮ জল ও ধুলো প্রতিরোধী রেটিংয়ের সাথে। এর সামনে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড। ফোনটি ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে সহ এসেছে, যা ১২০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। আবার এই ডিসপ্লেতে ডলবি ভিশন সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য iPhone 14 -এ ব্যবহার করা হয়েছে Apple A16 Bionic প্রসেসর। বায়োমেট্রিক সিকিউরিটি অপশন হিসেবে এতে ফেস আইডি উপলব্ধ। সংস্থার তরফে এর র‌্যাম মেমোরি জানানো হয়নি। এমনকি এর ব্যাটারি ক্যাপাসিটিও গোপন রাখা হয়েছে। তবে আগের তুলনায় ফোনটি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দেবে বলে Apple এর দাবি।

ক্যামেরার কথা বললে, iPhone 14 ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এগুলি হল দুটি ১২ মেগাপিক্সেল সেন্সর। এরমধ্যে প্রাইমারি ক্যামেরাটি হল আল্ট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার এফ/১.৭। এই ক্যামেরা নতুন স্টেবিলাইজেশন ফিচার ও অ্যাকশান মোড সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/১.৯ অ্যাপারচর সহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।

আইফোন ১৪ প্লাস স্পেসিফিকেশন - iPhone 14 Plus Specifications

আইফোন ১৪ এর মতো হার্ডওয়্যার দেখা যাবে আইফোন ১৪ প্লাস ফোনে। তবে এতে বড় ডিসপ্লে আরও আরও শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে। আবার এটি অন্যান্য আইফোনের তুলনায় সবচেয়ে দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে বলে জানানো হয়েছে। এর ক্যামেরা সেটআপ আইফোন ১৪ এর মতো।

আইফোন ১৪ প্রো স্পেসিফিকেশন - iPhone 14 Pro Specifications

আইফোন ১৪ প্রো ফোনে সার্জিক্যাল গ্রেড স্টেইনলেস স্টিল ব‌্যবহার করা হয়েছে। এতে ২০০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর অলওয়েজ অন ওলেড ডিসপ্লে দেওয়া হয়ছে, যা অ্যাপলের প্রোমোশান ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ১ হার্টজ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সেট করা যাবে।

আবার জনপ্রিয় নচ এর বদলে প্রথমবার iPhone 14 Pro এসেছে পাঞ্চ হোল ডিসপ্লের সাথে, অ্যাপল একে ডায়নামিক আইল্যান্ড বলে অভিহিত করেছে। এছাড়া এতে পারফরম্যান্সের জন্য রয়েছে Apple A16 Bionic চিপসেট, যা এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এতে দুটি হাই পারফরম্যান্স কোর ও চারটি হাই এফিসিয়েন্সি কোর উপলব্ধ।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য iPhone 14 Pro মডেলে অনেক আপগ্রেড দেখা যাবে। এতে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩এক্স অপ্টিঅ্যাল জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখা যাবে। আবার ফোনটির সামনে এফ/১.৯ অ্যাপারচার সহ রয়েছে ১২ মেগাপিক্সেল ট্রুডেপ্থ সেলফি ক্যামেরা।

iPhone 14 Pro এর রিয়ার ক্যামেরা দুর্দান্ত লো লাইট ফটোগ্রাফি অফার করবে বলে দাবি করা হয়েছে। এর ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি। তবে ফুল চার্জে একদিন ব্যবহার করা যাবে বলে অ্যাপল আশ্বাস দিয়েছে।

আইফোন ১৪ প্রো ম্যাক্স স্পেসিফিকেশন - iPhone 14 Pro Max Specifications

আইফোন ১৩ প্রো ম্যাক্স এর হার্ডওয়্যার আইফোন ১৪ প্রো এর মতো। কেবল এতে বড়ো ডিসপ্লে দেখা যাবে। ফোনটি ৬.৭ ইঞ্চি ডিসপ্লে সহ এসেছে। এছাড়া এতেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও একই প্রসেসর দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story