- Home
- »
- প্রযুক্তি »
- iPhone 15 ও iPhone 15 Plus সবচেয়ে কম...
iPhone 15 ও iPhone 15 Plus সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে Flipkart Big Billion Days সেলে
শুরু হয়ে গেল Flipkart এর সবচেয়ে বড় সেল Big Billion Days Sale। আপাতত এই সেল ফ্লিপকার্ট প্লাস ও ভিআইপি মেম্বারদের জন্য...শুরু হয়ে গেল Flipkart এর সবচেয়ে বড় সেল Big Billion Days Sale। আপাতত এই সেল ফ্লিপকার্ট প্লাস ও ভিআইপি মেম্বারদের জন্য লাইভ হয়েছে। এই সেলে Apple এর গতবছরের দুটি সস্তা ফোন অর্থাৎ iPhone 15 ও iPhone 15 Plus অনেক কম দামে কেনা যাচ্ছে। সমস্ত অফারের সুবিধা নিতে পারলে ডিভাইস দুটি ৫০ হাজার টাকা কম দামে অর্ডার করা যাবে। আসুন Flipkart Big Billion Days সেলে iPhone 15 ও iPhone 15 Plus এর উপর কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।
iPhone 15 কত দামে কি অফারে পাওয়া যাচ্ছে Flipkart Big Billion Days সেলে
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে আইফোন ১৫ এর বেস ভ্যারিয়েন্ট ৫৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। লঞ্চের সময় যার দাম ছিল ৭৯,৯০০ টাকা। তবে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ব্যবহার করে পেমেন্ট করলে ১,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট ও ৩,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এর পর ডিভাইসটির দাম কমে দাঁড়াবে ৫০,৪৯৯ টাকায়। এছাড়া পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে আরও বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে। এরপর আইফোন ১৫ কেনা যাবে ৫০ হাজার টাকার কমে।
iPhone 15 Plus কত দামে কি অফারে পাওয়া যাচ্ছে Flipkart Big Billion Days সেলে
আইফোন ১৫ প্লাস ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ৬৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। এর লঞ্চের সময় দাম ছিল ৮৯,৯০০ টাকা। এই মূল্য ১২৮ জিবি স্টোরেজ অর্থাৎ বেস ভ্যারিয়েন্টের। তবে সেলে এর সাথে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই এক্সচেঞ্জ ডিসকাউন্টের মধ্যে উপরের মডেলের মতো এক্সচেঞ্জ বোনাস ও এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। যারপর ৫০ হাজার টাকার কমে আইফোন ১৫ প্লাস আপনার হয়ে যাবে।
iPhone 15 ও iPhone 15 Plus এর মধ্যে কোনটি কেনা উচিত
জানিয়ে রাখি, আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কেবল প্লাস মডেলে বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এদের ক্যামেরা, প্রসেসর সহ অন্যান্য ফিচার একই ধরনের। তাই আপনি যদি বড় ডিসপ্লের আইফোন ব্যবহার করতে চান এবং ব্যাটারি নিয়ে চিন্তিত থাকেন তাহলে আইফোন প্লাস বেছে নিতে পারেন।