iPhone 15: এবছরের সবচেয়ে সস্তা আইফোনেও থাকবে দেড় লাখ টাকার ফিচার, ছবি প্রকাশ্যে
চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ সেপ্টেম্বর মাসে Apple হয়তো তাদের পরবর্তী প্রজন্মের আইফোন লাইনআপ iPhone 15 উন্মোচন করবে।...চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ সেপ্টেম্বর মাসে Apple হয়তো তাদের পরবর্তী প্রজন্মের আইফোন লাইনআপ iPhone 15 উন্মোচন করবে। ইতিমধ্যেই জানা গেছে আসন্ন সিরিজের অধীনে আসা মডেলগুলির স্পেসিফিকেশন পূর্বসূরির তুলনায় আলাদা হবে। এখন আবার এই সিরিজের iPhone 15 মডেলের একটি 3D CAD ফাইল বা রেন্ডার ইন্টারনেটে ফাঁস হয়েছে। এই রেন্ডার দেখে বলা যায়, ডিভাইসটি পূর্বসূরীদের তুলনায় পরিবর্তিত ডিজাইন ও ফিচার সহ আসবে।
Apple iPhone 15 মডেলে নতুন কি দেখা যাবে?
সদ্য প্রকাশিত রেন্ডার অনুসারে, অ্যাপলের আসন্ন সিরিজের ভ্যানিলা মডেল, আইফোন ১৫ সহ বাদবাকি তিনটি ডিভাইসের ডিসপ্লেতে নচের পরিবর্তে একটি ডায়নামিক আইল্যান্ড দেখা যেতে পারে। এই ফিচারটি প্রথমবার ২০২২ সালে আগত iPhone 14 সিরিজের Pro মডেল-দ্বয়ে দেখা গিয়েছিল৷ যাইহোক, ডিম্বাকৃতি / ক্যাপসুল আকৃতির এই ডায়নামিক আইল্যান্ডের কাটআউটের মধ্যে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর উপস্থিত থাকবে।
শুধু ডিসপ্লে নয়, আসন্ন ডিভাইসগুলির চার্জিং পোর্টও পূর্বসূরির তুলনায় স্বতন্ত্র হবে। অর্থাৎ সংস্থাটি আইফোন ১৫ সিরিজে লাইটনিং পোর্টের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত ইউএসবি টাইপ-সি পোর্ট অফার করতে পারে বলে ইঙ্গিত মিলেছে রেন্ডারে। ইউরোপীয় ইউনিয়ন দ্বারা সমস্ত স্মার্টফোন এবং ডিভাইসের জন্য একটি সাধারণ চার্জিং স্ট্যান্ডার্ড অনুসরণ করার দাবির কারণেই হয়তো অ্যাপল এরূপ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া লাইটনিং পোর্টের তুলনায় ইউএসবি টাইপ-সি পোর্ট দ্রুত চার্জিং এবং ডেটা ট্রান্সফার সাপোর্ট করে, এই কারণেও পদক্ষেপটি নেওয়া হতে পারে।
অ্যাপল তাদের iPhone 15 সিরিজের নন-প্রো মডেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং প্রো মডেলগুলিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ও LiDAR সেটআপ দিতে পারে। রেন্ডারের ভিত্তিতে, রেগুলার মডেল অর্থাৎ iPhone 15 ৬.২-ইঞ্চির ডিসপ্লে সহ আসবে। যদিও এই ডিসপ্লের রেজোলিউশন এবং রিফ্রেশ রেট কত হবে সেই তথ্য প্রকাশ করা হয়নি রিপোর্টে। তবে হয়তো তা iPhone 14 -এর অনুরূপ হবে। এছাড়া, আলোচ্য লাইনআপের বেস মডেলগুলিতে পূর্ববর্তী আইফোনগুলির ন্যায় ফিজিক্যাল বাটন থাকতে পারে।