দামের জন্য পারফরম্যান্সের সাথে আপোষ নয়, সস্তা iPhone 15 মডেলে আছে iPhone 15 Pro এর 5G মডেম
চলতি বছরে আগত iPhone 15 সিরিজের অধীনে মোট চারটি মডেল আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে টপ-এন্ড iPhone 15 Pro এবং iPhone 15 Pro...চলতি বছরে আগত iPhone 15 সিরিজের অধীনে মোট চারটি মডেল আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে টপ-এন্ড iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল-দ্বয় সংস্থার লেটেস্ট ইন-হাউস এ১৭ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত। অন্যদিকে iPhone 15 এবং iPhone 15 Plus বেস মডেল দুটি পুরোনো প্রজন্মের এ১৬ বায়োনিক চিপসেট সহ এসেছে, যা কিনা ২০২২ সালে লঞ্চ হওয়া iPhone 14 সিরিজের 'Pro' মডেলগুলিতে ছিল। ফলে মনে করা হচ্ছিলো যে, টিম কুকের সংস্থাটি হয়তো নতুন আইফোন সিরিজের স্ট্যান্ডার্ড মডেলগুলিতে iPhone 14 Pro এবং Pro Max -এর মাদারবোর্ড ব্যবহার করেছে। যদিও বাস্তবে ঘটেছে ঠিক এর বিপরীত! আরো সহজ করে বললে, iPhone 15 মডেলটি পুরানো এ১৬ বায়োনিক চিপের সাথে আসা সত্ত্বেও iPhone 15 Pro -এর অনুরূপ 5G মডেম অফার করছে।
আমেরিকা ভিত্তিক অনলাইন রিপেয়ার কমিউনিটি বা গাইড সংস্থা iFixit -এর লিড টেকনিশিয়ান শাহরাম মোখতারি (Shahram Mokhtari) জানিয়েছেন, Apple iPhone 15 মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৭০ মডেম রয়েছে, যা কিনা উচ্চতর iPhone 15 Pro ফোনেও ব্যবহৃত হয়েছে। এই মডেমটি, পূর্বসূরি iPhone 14 Pro -এ থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৬৫ মডেমের তুলনায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য আপগ্রেডেশন অফার করে। এমনকি পুরোনো প্রজন্মের মডেমের থেকেও এটি আরও বেশি পাওয়ার এফিসিয়েন্ট এবং অনেক দূরবর্তী স্থান থেকেও অধিক উন্নত সিগন্যাল অধিগ্রহণে সমর্থ।
অতএব একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে, Apple iPhone 15 তৈরির ক্ষেত্রে iPhone 14 Pro -এ ব্যবহৃত মাদারবোর্ড ব্যবহার করা হয়নি। পরিবর্তে টেক জায়ান্টটি নয়া সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের কয়েকটি ইন্টারনাল কম্পোনেন্টকে রি-ডিজাইন ও আপগ্রেড করেছে।
তবে মডেম-গত পার্থক্য ব্যতীত iPhone 15 ফোনের একাধিক স্পেসিফিকেশন পূর্বসূরি iPhone 14 -এর অনুরূপ। তবে এই ছোটোখাটো তারতম্যগুলির জন্য নয়া আইফোন মডেলটিকে মেরামত করার ক্ষেত্রে থার্ড-পার্টি রিপেয়ারিং সংস্থাগুলিকে সমস্যার সম্মুখীন হতে হবে। কেননা iFixit পরিচালিত রিপেয়ারাবিলিটি টেস্টে iPhone 15 মডেলটি ১০ এর মধ্যে মাত্র ৪ স্কোর করেছে। মূলত Apple তাদের সফ্টওয়্যার কম্পোনেন্টগুলির সাথে ভিন্ন-ভিন্ন যন্ত্রাংশ পেয়ার করায় ডিভাইস মেরামত করা কঠিন হয়ে ওঠে।
প্রসঙ্গত, আপগ্রেডেড মডেম থাকায় iPhone 15 এবং iPhone 15 Plus মডেল দুটি 'প্রো' ভ্যারিয়েন্টের ন্যায় - স্যাটেলাইটের মাধ্যমে রোডসাইড অ্যাসিস্টেন্স এবং ক্র্যাশ ডিটেকশনের মতো নতুন ফিচার সাপোর্ট করে। আবার টপ-এন্ড মডেলের ন্যায় লেটেস্ট অ্যাপল ইউডাব্লুবি (Apple UWB) চিপও পেয়েছে বেস আইফোনগুলি। যদিও স্মার্ট হোম ডিভাইসের সাথে ইন্টিগ্রেশনের জন্য নির্মিত "থ্রেড নেটওয়ার্কিং টেকনোলজি" -কে শুধুমাত্র এ১৭ চিপসেট চালিত iPhone 15 Pro and Pro Max মডেলগুলির জন্যই উপলব্ধ করা হয়েছে।