সুখবর, iPhone 15 এর সাথে এই দুই iPhone 14 সিরিজের ফোনে পাবেন টাইপ সি পোর্ট

Apple সবসময়ই বাজারের ট্রেন্ড থেকে আলাদা। সব স্মার্টফোন কোম্পানি যখন তাদের ফোনে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা দিচ্ছে,...
techgup 13 Aug 2023 3:55 PM IST

Apple সবসময়ই বাজারের ট্রেন্ড থেকে আলাদা। সব স্মার্টফোন কোম্পানি যখন তাদের ফোনে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা দিচ্ছে, এমন সময়েও আপনি iPhone-এ সর্বোচ্চ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। আবার Apple ডিভাইসের চার্জিং পোর্টগুলোও আলাদা। তবে ইউরোপীয় ইউনিয়নের চাপে Apple আগামী বছর থেকে টাইপ-সি পোর্টযুক্ত iPhone আনার পরিকল্পনা করেছে বলে শোনা যাচ্ছে।

তবে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামী ১৫ সেপ্টেম্বর লঞ্চ হতে চলা iPhone 15 সিরিজ টাইপ-সি চার্জিং পোর্ট সহ আসবে। জানা গেছে, iPhone 15 সিরিজের সব ফোনে ইউএসবি টাইপ-সি দেওয়া হবে, পাশাপাশি আইফোন ১৪ সিরিজের কিছু মডেলও টাইপ-সি পোর্ট সহ পুনরায় লঞ্চ হতে পারে।

আসন্ন tvOS 17-এর বিটা কোড থেকে এই তথ্য পাওয়া গেছে। এই কোড অনুযায়ী, টাইপ-সি চার্জিং পোর্টসহ মোট ছয়টি মডেল লঞ্চ করা হবে। তবে আমরা জানি iPhone 15 সিরিজে চারটি মডেল অন্তর্ভুক্ত থাকবে - iPhone 15, iPhone 15 Max, iPhone 15 Pro, iPhone 15 Pro Max। ফলে বাকি মডেল দুটি iPhone 14 Pro ও iPhone 14 Pro Max হতে পারে।

উল্লেখ্য, Apple গত ২০১৮ সালে iPad Pro-তে প্রথমবার টাইপ-সি পোর্ট দিয়েছিল। বর্তমানে, iPhone এবং অন্যান্য Apple ডিভাইসগুলি লাইটনিং পোর্টের সাথে আসে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২৪ সালের মধ্যে সব কোম্পানিকে টাইপ-সি পোর্টযুক্ত ডিভাইস চালু করার নির্দেশ দিয়েছে।

Show Full Article
Next Story