একই দামে iPhone 15 ও iPhone 16, কোথায় এমন অবিশ্বাস্য অফার দেখে নিন

বতর্মানে আইফোন 15 এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে 77,490 টাকায় তালিকাভুক্ত আছে। মনে রাখবেন এই দামে ব্ল্যাক কালার মডেলটি পাওয়া যাচ্ছে।

Ankita Mondal 5 Dec 2024 1:11 PM IST

iPhone 15 ও iPhone 16 এই মুহূর্তে একই দামে পাওয়া যাচ্ছে। অবাক হচ্ছেন? কিন্তু, এটাই সত্যি। এই দুটি আইফোন মডেল ই-কমার্সে প্ল্যাটফর্মে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তাই আপনিও যদি iPhone 13 বা iPhone 14 ব্যবহার করে থাকেন এবং ডিভাইসটি আপগ্রেড করে iPhone 15 বা iPhone 16 কেনার কিনতে চান, তবে এটা আপনার জন্য সঠিক সময় হতে পারে। অ্যামাজন লেটেস্ট আইফোন 16 (128 জিবি) এর দামে iPhone 15 (256 জিবি স্টোরেজ) এর ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট কেনার সুযোগ দিচ্ছে।

আইফোন 15 (256 জিবি) এবং আইফোন 16 (128 জিবি) একই দামে

বতর্মানে আইফোন 15 এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে 77,490 টাকায় তালিকাভুক্ত আছে। মনে রাখবেন এই দামে ব্ল্যাক কালার মডেলটি পাওয়া যাচ্ছে। অন্যদিকে, iPhone 16 এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 128 জিবি ভ্যারিয়েন্টটি অ্যামাজনে 77,400 টাকায় কেনা যাচ্ছে। এই দামে আইফোন 16 (128 জিবি) পাওয়া যাচ্ছে ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট এবং আল্ট্রামেরিন কালার ভ্যারিয়েন্টে। এক্ষেত্রে দাম প্রায় একই থাকলেও আপনি যদি আইফোন 15 কিনতে চান তাহলে দ্বিগুণ স্টোরেজ (256 জিবি) পাবেন, কিন্তু আপনি যদি আইফোন 16 কেনেন তাহলে 128 জিবি স্টোরেজ পাবেন।

উল্লেখ্য, নতুন আইফোন 16 সিরিজ লঞ্চ করার পরে, অ্যাপল আগের প্রজন্মের আইফোনগুলির দাম কমিয়েছিল। লঞ্চের সময়, আইফোন 15 এর বেস অর্থাৎ 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 79,900 টাকা, যা দাম কমানোর পরে অ্যাপলের অফিসিয়াল সাইটে 69,900 টাকায় পাওয়া যায়। আর আইফোন 15 এর 256 জিবি মডেলটি কোম্পানির অফিসিয়াল সাইটে 79,900 টাকা মূল্যের সাথে তালিকাভুক্ত আছে। অর্থাৎ, অ্যামাজনে আইফোন 15 এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি আসল দামের চেয়ে 2410 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

আর কোম্পানির অফিসিয়াল সাইটে আইফোন 16 এর 128 জিবি ভ্যারিয়েন্টের আসল দাম 79,900 টাকা, তবে এই মুহুর্তে মডেলটি অ্যামাজনে 77,400 টাকায় তালিকাভুক্ত আছে, অর্থাৎ ফোনটি অ্যামাজনে আসল দামের চেয়ে 2500 টাকা কমে পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে আরও কম দামে এটি কেনা যায়।

প্রসঙ্গত যারা আইফোন 15 কিনতে চান, তারা ফ্লিপকার্টের ডিল গ্রহণ করতে পারেন। এখানে ডিভাইসটির 128 জিবি স্টোরেজ মডেলের দাম 58,999 টাকা এবং 256 জিবি স্টোরেজ মডেলের দাম 68,999 টাকা।

Show Full Article
Next Story