iPhone 15 Plus কিনুন 23 হাজার টাকা ছাড়ে, Amazon বছর শেষে দিচ্ছে ধামাকাদার অফার

অ্যাপল আইফোন 15 প্লাস ফোনের 128GB ভ্যারিয়েন্টের এমআরপি 89,600 টাকা। তবে ই-কমার্স সাইট অ্যামাজন এই স্মার্টফোনের উপর বাম্পার ছাড়ের ঘোষণা করেছে। এই মুহূর্তে এর উপর 22% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর iPhone 15 Plus ফোনটি মাত্র 69,900 টাকায় কিনতে পারবেন।

Julai Mondal 7 Dec 2024 8:35 PM IST

ফের দাম কমলো আইফোন 15 সিরিজের ফোনের। তাই আপনি যদি নতুন আইফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। অ্যাপল এই বছরের সেপ্টেম্বরে আইফোন 16 সিরিজ লঞ্চ করেছে এবং এরপর থেকে পুরানো সিরিজের মডেলগুলি সস্তায় পাওয়া যাচ্ছে। এইমুহুর্তে আইফোন 15 প্লাস ফোনটি কম দামে কেনার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, 2023 সালে বাজারে এসেছিল অ্যাপল আইফোন 15 প্লাস মডেলটি। একবছরের পুরানো হলেও এখনও যদি আপনি এই স্মার্টফোনটি কেনেন তবে 5-6 বছর অন্য কোনও ফোন কিনতে হবে না। এতে রয়েছে শক্তিশালী A16 বায়োনিক চিপসেট, যা দুর্দান্ত পারফরম্যান্স দেবে।

Apple iPhone 15 Plus ডিসকাউন্ট অফার

অ্যাপল আইফোন 15 প্লাস ফোনের 128GB ভ্যারিয়েন্টের এমআরপি 89,600 টাকা। তবে ই-কমার্স সাইট অ্যামাজন এই স্মার্টফোনের উপর বাম্পার ছাড়ের ঘোষণা করেছে। এই মুহূর্তে এর উপর 22% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর আইফোনটি মাত্র 69,900 টাকায় কিনতে পারবেন।

এছাড়া অ্যামাজন নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে 4000 টাকা পর্যন্ত ছাড়ও দিচ্ছে। এরপর মাত্র 65,900 টাকায় বাড়ি নিয়ে যেতে পারবেন আইফোন 15 প্লাস। এছাড়া পুরনো স্মার্টফোন থাকলে 27,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। তবে মনে রাখবেন আপনার পুরানো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে এর বর্তমান অবস্থা ও ব্র্যান্ডের উপর।

Apple iPhone 15 Plus স্পেসিফিকেশন

আইফোন 15 প্লাস মডেলে অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। এটি IP68 রেটিং সহ রয়েছে, ফলে জল লাগলেও ফোনের ক্ষতি হবে না। ডিভাইসটির সামনে সিরামিক শিল্ড গ্লাস সুরক্ষা সহ 6.7-ইঞ্চি ডিসপ্লে উপস্থিত।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে রয়েছে A16 বায়োনিক চিপসেট। ফোনটি 6GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 48+12 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই আইফোনে পাওয়া যাবে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story