নতুন iPhone 16 সিরিজের স্মার্টফোনগুলি আগামীমাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে চলেছে। তবে আপনি যদি ততদিন পর্যন্ত অপেক্ষা করতে না চান তবে আপনার জন্য এইমুহুর্তে একটি বিশেষ অফার আছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে iPhone 15 Plus বর্তমানে 19,601 টাকার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আর এই ডিসকাউন্ট পেতে কোনো ব্যাংক কার্ড অফার বা পুরানো ফোন এক্সচেঞ্জ করার প্রয়োজন নেই।
iPhone 15 Plus ফোনের এই ভ্যারিয়েন্টের উপর 19,601 টাকা ডিসকাউন্ট
এইমুহুর্তে iPhone 15 Plus এর 128 জিবি ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে মাত্র 69,999 টাকায় বিক্রি হচ্ছে। এই দামে ফোনটির হলুদ রঙের ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। বাকি অন্যান্য কালার ভ্যারিয়েন্টগুলি (ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং পিঙ্ক) ফ্লিপকার্টে তালিকাভুক্ত আছে 72,999 টাকায়।
আরও পড়ুন: লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট
অর্থাৎ, iPhone 15 Plus এর হলুদ রঙের অপশনটি কেনা যাবে 3,000 টাকা ডিসকাউন্টে। উল্লেখ্য, এই ভ্যারিয়েন্টের আসল দাম 89,600 টাকা। তাই আপনি যদি ফ্লিপকার্ট থেকে ফোনটির এই কালার অপশন কেনেন তাহলে মোট 19,601 টাকা ছাড় পাবেন।
আরও পড়ুন: Apple-এর বড় চমক, আইফোনে মিলবে দ্বিগুণ র্যাম
তবে আপনি আরও কমে এই আইফোনটি কিনতে পারেন।কারণ এর সাথে 53,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। পাশাপাশি লোভনীয় ব্যাংক অফারও পাওয়া যাবে। ফলে আপনার যদি আইফোন কেনার ইচ্ছা থাকে তাহলে এবার স্বাদ মিটিয়ে নিন।