আপনি যদি দীর্ঘদিন ধরে আইফোন কেনার প্ল্যান করে থাকেন, কিন্ত বাজেটের কারণে বারবার পিছিয়ে যান, তবে শীঘ্রই আপনার জন্য সুখবর আসছে। আসলে কিছুদিন পরেই কম দামে পাওয়া যেতে পারে iPhone 15 এবং iPhone 14 সিরিজের ফোন। কারণ সেপ্টেম্বরে লঞ্চ হবে iPhone 16 সিরিজ। এরপরই নতুন মডেলগুলির বিক্রি বাড়াতে iPhone 15 সহ পুরানো সিরিজের আইফোন মডেলগুলির দাম কমাবে Apple।
কত কম হবে iPhone 15-এর দাম?
বর্তমানে আইফোন 15-এর দাম অনেকটাই বেশি। তবে আইফোন 16 সিরিজ লঞ্চের পর তা একধাক্কায় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, আইফোন 15-এর দাম প্রায় 10-15 শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এছাড়া আরও সস্তা হবে আইফোন 14 মডেলও। তাই আপনি যদি নতুন আইফোন কিনতে চান তাহলে আর কয়েক সপ্তাহ অপেক্ষা করুন।
একবছরের পুরানো iPhone 15 কেনা কি লাভজনক হবে
গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল iPhone 15। এই ফোনে অ্যাকশন বাটন, টাইপ সি চার্জিং, টাইটেনিয়াম বিল্ড কোয়ালিটি এবং নতুন A17 Pro চিপসেটের উপস্থিত। এছাড়াও সেরা ক্যামেরা সিস্টেম এবং নতুন ডায়নামিক আইল্যান্ড ফিচার অন্তর্ভুক্ত। এদিকে রিপোর্ট অনুযায়ী, এবারের iPhone 16 সিরিজের মুখ্য আকর্ষণ হবে এআই ইন্টেলিজেন্ট ফিচার। তাই আপনি যদি এআই ফিচারকে গুরুত্ব না দেন তবে কম দামে iPhone 15 কেনা লাভজনক।
আইফোনের জন্য আসছে iOS 18 অপারেটিং সিস্টেম
অ্যাপল শীঘ্রই আইওএস 18 আপডেট রোল আউট করবে। এই আপডেটে আইফোন ব্যবহারকারীরা অনেক নতুন ফিচার পাবে। আর ভারতীয়দের জন্য অতিরিক্ত কিছু ফিচার অফার করা হতে পারে। যেমন, ল্যাঙ্গুয়েজ ও মাল্টি ল্যাঙ্গুয়েজ কিবোর্ড ইনপুট, ল্যাঙ্গুয়েজ সার্চ, মাল্টি ল্যাঙ্গুয়েজ সিরি সাপোর্ট ইত্যাদি। এছাড়াও, কাস্টমাইজড লক স্ক্রিনের সুবিধা পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, ভারতে আইফোন ব্যবহারকারীরা 12টি ভারতীয় ভাষায় তাদের লক স্ক্রিনটি কাস্টমাইজ করতে সক্ষম হবেন।