ভক্তদের আর তর সইছে না, আইফোনের সমস্ত রোশনাই একাই টানছে iPhone 15 Pro Max
অ্যাপল (Apple)-এর বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজের লঞ্চ ইভেন্টটি আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে, প্রযুক্তি...অ্যাপল (Apple)-এর বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজের লঞ্চ ইভেন্টটি আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে, প্রযুক্তি প্রেমী এবং অ্যাপল অনুরাগীরা সকলেই অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপের উন্মোচনের দিন গুনছেন। এই লাইনআপে স্ট্যান্ডার্ড iPhone 15 তো থাকবেই, তার সাথে বাজারে পা রাখবে iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max - এই মডেলগুলি। তবে এগুলির মধ্যে iPhone 15 Pro Max-কে নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা সবচেয়ে বেশি। এটি অসাধারণ কিছু বৈশিষ্ট্য অফার করতে চলেছে, তারমধ্যে অন্যতম হল পেরিস্কোপ ক্যামেরা। একাধিক কারণে iPhone 15 Pro Max আসন্ন সিরিজের সবচেয়ে সম্ভাবনাময় মডেল হয়ে উঠবে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
iPhone 15 Pro Max হবে আসন্ন আইফোন লাইনআপের স্টার
আসন্ন অ্যাপল ইভেন্টের জন্য উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে একটি মডেল স্পটলাইট কেড়ে নিয়েছে, সেটি হল টপ-এন্ড আইফোন ১৫ প্রো ম্যাক্স। এটি ইতিমধ্যেই অ্যাপলের নতুন রেঞ্জের ফোনগুলির মধ্যে অগ্রগামী হিসাবে নিজের স্থান করে নিয়েছে, পাশাপাশি গ্রাহকদের এবং প্রযুক্তি বিশারদদেরও দৃষ্টি আকর্ষণ করছে।
উল্লেখযোগ্যভাবে, কিছু সাম্প্রতিক রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর উৎপাদন এই বছর উৎপাদিত সমস্ত আইফোন মডেলের প্রায় ৫০% হবে। জনপ্রিয়তার এই ঊর্ধ্বগতির প্রধান কারণ সম্ভবত এর অত্যাধুনিক ফিচারগুলি, যার মধ্যে বহু চর্চিত পেরিস্কোপ লেন্সের কথা সবার আগেই বলতে হয়, যা ফটোগ্রাফিতে আকষর্ণীয় অগ্রগতির প্রতিশ্রুতি দেয়।
ফলে স্বাভাবিকভাবেই অ্যাপল অনুরাগীরা iPhone 15 Pro Max-এর উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তবে ইদানিং কিছু মডেলের উৎপাদনে সম্ভাব্য বিলম্বের গুঞ্জনও শোনা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যে, Pro Max মডেলের উৎপাদনে এই সক্রিয় বৃদ্ধি আসলে ঘাটতি রোধ করার জন্য কোম্পানিরই একটি কৌশলগত পদক্ষেপ, যার দরুন ছুটির মরশুমে ফোনগুলিকে সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
জানিয়ে রাখি, বিখ্যাত অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও অ্যাপলের আসন্ন লঞ্চের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তার মতে, সমগ্র iPhone 15 লাইনআপের শিপমেন্টের ৩৫-৪০%-ই হবে 15 Pro Max মডেল, যা একে সিরিজের 'স্টার' করে তুলবে। আগেই উল্লেখ করা হয়েছে যে, iPhone 15 Pro Max-এ একটি পেরিস্কোপ ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে, এটি এমন একটি বৈশিষ্ট্য যা স্মার্টফোন ফটোগ্রাফিকে অন্য মাত্রায় পৌঁছে দিতে সক্ষম। এই অগ্রগতি, চিত্তাকর্ষক জুম ক্ষমতা প্রদান করবে এবং চিত্রের স্বচ্ছতা বৃদ্ধি করবে। iPhone 14 Pro Max-এর তুলনায় এক বছরের মধ্যে উত্তরসূরি মডেলে একটি আকর্ষণীয় ১০-২০% উন্নতি দেখা যাবে। এই বৃদ্ধি আসন্ন ফ্ল্যাগশিপ 15 Pro Max-এর উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলির জন্য উচ্চতর প্রত্যাশা এবং চাহিদাকে নির্দেশ করে।