নয়া প্রসেসর স্পিড কতটা বাড়াল? iPhone 15 Pro ও Max-এর পারফরম্যান্স টেস্ট কী বলছে
Apple iPhone 15 সিরিজ গত ১২ সেপ্টেম্বর কোম্পানির'ওয়ান্ডারলাস্ট' (Wonderlust) ইভেন্টে লঞ্চ করা হয়েছিল এবং এই সিরিজের...Apple iPhone 15 সিরিজ গত ১২ সেপ্টেম্বর কোম্পানির'ওয়ান্ডারলাস্ট' (Wonderlust) ইভেন্টে লঞ্চ করা হয়েছিল এবং এই সিরিজের অন্তর্ভুক্ত iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max হ্যান্ডসেট দুটি বর্তমানে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। প্রি-অর্ডার আগামীকাল থেকে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। তার আগেই iPhone 15 Pro লাইনআপের পারফরম্যান্সের বিবরণ অনলাইনে প্রকাশিত হয়েছে। গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে উভয় স্মার্টফোনই উপস্থিত হয়ে আগেরর ও নতুন মডেলগুলির পারফরম্যান্সের পার্থক্য তুলে ধরেছে।
iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-কে দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে
"আইফোন ১৬,১" এবং "আইফোন ১৬,২" শিরোনামের দুটি স্মার্টফোনের গিকবেঞ্চে লিস্টেড হয়েছে, যা আসলে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স-কে নির্দেশ করে৷ আইফোন ১৫ প্রো সিঙ্গেল-কোর টেস্টে ২,৯০৮ এবং মাল্টি-কোরে ৭,২৩৮ স্কোর অর্জন করেছে। অন্যদিকে গিকবেঞ্চে আইফোন ১৫ প্রো সিঙ্গেল-কোর ও মাল্টি-কোর টেস্টে ২,৬০৮ এবং ৬,৬৭৩ স্কোর করেছে।
এদিকে, আইফোন ১৫ প্রো ম্যাক্স সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ২,৮৪৬ এবং ৭,০২৪ পয়েন্ট স্কোর করেছে। তুলনাস্বরূপ, আইফোন ১৪ প্রো গিকবেঞ্চের সিঙ্গেল-কোর পরীক্ষায় ২,৬৪১ পয়েন্ট এবং মাল্টি-কোর বেঞ্চমার্কে ৬,৯৮৯ পয়েন্ট পেয়েছে।
যদি পূর্বসূরির সাথে iPhone 15 Pro-এর পারফরম্যান্স তুলনা করা হয়, তাহলে এটা স্পষ্ট যে সিঙ্গেল-কোর টেস্ট এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে প্রায় ১১ শতাংশ এবং ৮ শতাংশ স্কোর বৃদ্ধি পেয়েছে। iPhone 15 Pro Max-এর ক্ষেত্রে এটা অবশ্য মাত্র ৭ শতাংশ এবং ১ শতাংশ।
Apple iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max- উভয় ফোনের বেঞ্চমার্ক লিস্টিং দেখায় যে, এগুলি একই চিপসেট, অর্থাৎ A17 Pro দ্বারা চালিত, যেটিতে ছয়টি কোর রয়েছে এবং সর্বোচ্চ ক্লক স্পিড ৩.৭৮ গিগাহার্টজ। iPhone 14 Pro মডেলগুলিতে ব্যবহৃত A16 Bionic চিপের ক্লক স্পিড ৩.৩৬ গিগাহার্টজ।
উল্লেখ্য, লেটেস্ট বেঞ্চমার্ক স্কোর দেখায় যে অ্যাপলের নতুন হ্যান্ডসেটগুলিতে ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত পরবর্তী প্রজন্মের A17 Pro চিপটি থাকা সত্ত্বেও, গত বছরের প্রো মডেলগুলির তুলনায় নয়া হ্যান্ডসেটগুলির কার্যক্ষমতায় বড় কোনও উন্নতি দেখা যায়নি। তবে, এই বেঞ্চমার্কগুলিকে একশো শতাংশ সঠিক বলে ধরে নেওয়া ঠিক নয়, কেননা এখনও iPhone 15 সিরিজ গ্রাহকদের হাতে পৌঁছায়নি।