iPhone 16 লঞ্চের আগেই 20 হাজার টাকা দাম কমলো iPhone 15 Pro Max এর

Apple আগামী সপ্তাহে 9 সেপ্টেম্বর iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। যেকারণে বিভিন্ন রিটেল সাইটে সস্তায় পাওয়া যাচ্ছে...
techgup 5 Sept 2024 8:28 AM IST

Apple আগামী সপ্তাহে 9 সেপ্টেম্বর iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। যেকারণে বিভিন্ন রিটেল সাইটে সস্তায় পাওয়া যাচ্ছে আইফোন 15 সিরিজের আইফোন মডেলগুলি। এর আগে আমরা iPhone 15 ও iPhone 15 Plus মডেলের সস্তা হওয়ার খবর জানিয়েছিলাম। এখন এই দুই মডেলের পাশাপাশি দাম কমেছে iPhone 15 Pro Max এর।

iPhone 16 লঞ্চের আগে সস্তা হল iPhone 15 Pro Max

বাম্পার ছাড় সহ iPhone 15 Pro Max কিনতে ক্রেতাদের রিলায়েন্স ডিজিটাল স্টোরের শরণাপন্ন হতে হবে। গত বছর 159,900 টাকায় লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি এখন 137,990 টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ, রিলায়েন্স ডিজিটালের তরফে 21,910 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড় 256 জিবি স্টোরেজ মডেলের সাথে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: আজই সেল শেষ, 108 মেগাপিক্সেল রিয়ার ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোন হল সস্তা

শুধু তাই নয়, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতারা অতিরিক্ত 5,000 টাকা ছাড় পাবেন। এর পরে iPhone 15 Pro Max কেনা যাবে 132,990 টাকায়। এছাড়াও অন্যান্য নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের সাথে ছাড় এবং ইএমআই অফার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: iPhone 16 থেকে Redmi Note 14, সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনগুলি

আইফোন 15 প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন

আইফোন 15 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেলে আছে 6.7-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। আর পারফরম্যান্সের এতে দেওয়া হয়েছে অ্যাপল এ17 প্রো প্রসেসর। এদিকে স্টেরিও স্পিকার সহ আসা এই ডিভাইসটি আইপি68 রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল প্রতিরোধ করতে পারে।

এর ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। আর আইফোন 15 প্রো ম্যাক্স মডেলে 4441 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 20W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 7.5W ওয়্যারলেস ম্যাগসেফ চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story