সবচেয়ে সস্তায় iPhone 15 Pro Max, ৩৮ হাজার টাকা ডিসকাউন্ট
ব্যাপক কম দামে মিলছে আইফোন ১৫ প্রো ম্যাক্স। ই-কমার্স সাইট অ্যামাজনে জলের দরে কেনা যাবে এই স্মার্টফোন। লঞ্চ হওয়ার পর থেকে এটাই সবথেকে কম দাম।
আইফোন ১৬ সিরিজ লঞ্চ হওয়ার পর, আইফোন ১৫ সিরিজের দাম কিছুটা কমায় অ্যাপল। কিন্তু, অ্যামাজনে এই সিরিজের একটি মডেল বিরাট ছাড়-সহ বিক্রি হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি, ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সাথে আসা এই ডিভাইসের নাম আইফোন ১৫ প্রো ম্যাক্স। শপিং সাইটটিতে এই ফোন এখন ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের দাম ১,৫৪,০০০ টাকা। কিন্তু এখন এটি ১,১৫,৯০০ টাকায় কেনা যাবে। তবে অফার এখানেই শেষ নয়। এর সঙ্গে থাকছে এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার।
আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনের সাথে লোভনীয় এক্সচেঞ্জ অফার
পুরানো ফোনের অবস্থা ভালো থাকলে সর্বাধিক ৩৬,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের সাথে। সঙ্গে নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে রয়েছে বাড়তি ছাড়। আইফোন ১৫ প্রো ম্যাক্স হল একটি প্রিমিয়াম স্মার্টফোন, যেখানে GSM, CDMA, HSPA, EVDO, LTE এবং ৫জি-সহ উন্নত নেটওয়ার্ক প্রযুক্তির সাপোর্ট মিলবে।
এই ফোনের সামনে রয়েছে টাইটানিয়াম ফ্রেম এবং পিছনে একটি কর্নিং গ্লাস। এতে মিলবে আইপি৬৮ রেটিং। সংস্থার দাবি, ৩০ মিনিটের জন্য ৬ মিটার পর্যন্ত জলে কিছু হবে না এই ফোনের। ন্যানো-সিম, ইসিম, বা ডুয়াল সিম কনফিগারেশন-সহ একাধিক সিম বিকল্প রয়েছে এতে।
আইফোন ১৫ প্রো মাক্সে পাবেন ৬.৭ ইঞ্চি LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পাবেন HDR10, ডলবি ভিশন এবং ২০০০ নিটস পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস। এছাড়া রয়েছে ১২৯০ × ২৭৯৬ পিক্সেল রেজোলিউশন, যা সিরামিক শিল্ড গ্লাস দ্বারা সুরক্ষিত। পারফরম্যান্সের জন্য এতে ৩ ন্যানোমিটার অ্যাপলের নিজস্ব A17 প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে।
স্টোরেজ হিসেবে রয়েছে ২৫৬ জিবি থেকে ১ টিবি এবং র্যাম ৮ জিবি। ফোনের পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫x অপটিক্যাল জুম-সহ একটি ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। এর সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাপক কম দামে মিলছে আইফোন ১৫ প্রো ম্যাক্স। ই-কমার্স সাইট অ্যামাজনে জলের দরে কেনা যাবে এই স্মার্টফোন। লঞ্চ হওয়ার পর থেকে এটাই সবথেকে কম দাম।