iPhone 15 Series: নতুন আইফোন কিনতে হামলে পড়ছে মানুষ, বিশ্বজুড়ে চাহিদা দেখে অ্যাপলও অবাক
অ্যাপল (Apple) গত সপ্তাহে iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। স্ট্যান্ডার্ড, প্লাস, প্রো ও প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টে নতুন আইফোন...অ্যাপল (Apple) গত সপ্তাহে iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। স্ট্যান্ডার্ড, প্লাস, প্রো ও প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টে নতুন আইফোন বিশ্বের বহু দেশে এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। মার্কিন সংস্থাটি আগামী ২২ সেপ্টেম্বর থেকে অগ্রিম বুক করা ফোনগুলির শিপিং শুরু করবে। নন-প্রো এবং প্রো মডেল উভয়ই তাদের পূর্বসূরি মডেলের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে। ইতিমধ্যেই iPhone 15 সিরিজ গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। তবে এখন একটি খবর সামনে এসেছে, যা আইফোন অনুরাগীদের হতাশ করতে পারে। শোনা যাচ্ছে, উচ্চ চাহিদার কারণে বিশ্বজুড়ে iPhone 15 সিরিজের সরবরাহ বিলম্বিত হচ্ছে।
iPhone 15 সিরিজের প্রি-অর্ডার শিপমেন্ট বিলম্বিত হয়েছে
অ্যাপল গতকালই আইফোন ১৫ সিরিজের জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে। তবে অল্প সময়ের মধ্যে, উচ্চ চাহিদার কারণে অনেক ক্রেতাই তাদের অর্ডারের শিপমেন্টে বিলম্বিত হওয়ার অভিযোগ করেছেন। এমনকি অ্যাপলের ওয়েবসাইট অনুসারে, আইফোন ১৫ প্রো ম্যাক্সের আনুমানিক শিপমেন্টের তারিখ নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত পিছিয়ে গেছে।
ব্লুমবার্গের সুপরিচিত সাংবাদিক মার্ক গারম্যান জানিয়েছেন যে, আইফোন ১৫ প্রো ম্যাক্সের জন্য ডেলিভারির সময় ক্রমশই বিলম্বিত হচ্ছে। ভারতে ৮ সপ্তাহ, চীন এবং কানাডায় ৬ থেকে ৭ সপ্তাহ এবং যুক্তরাজ্যে ৭ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত দেরি হবে। বিলম্বিত অর্ডারগুলি হোম এবং ইন-স্টোর পিকআপ ডেলিভারি - উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রো মডেলগুলি ছাড়াও, কিছু বাজারে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের সরবরাহ দুই সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, অ্যাপলের iPhone Pro মডেলগুলি এখনও পর্যন্ত শুধুমাত্র চীনে তৈরি করা হয়। তাই উৎপাদন বাড়ানোর অন্য কোনও উপায় নেই। iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এর চাহিদা এমনভাবে বাড়তে থাকলে অর্ডার সরবরাহ করতে আরও দেরি হতে পারে। এছাড়াও, iPhone 15 Pro সিরিজের অন্যতম হাইলাইট ৩ ন্যানোমিটারের A17 Pro চিপসেট এবং টাইটানিয়াম ফ্রেম তৈরি করা এমনিতেই যথেষ্ট চ্যালেঞ্জিং। অন্যদিকে, নন-প্রো আইফোন মডেলগুলি ভারত এবং ভিয়েতনামেও তৈরি হওয়ার কারণে সরবরাহে ততটাও সমস্যা দেখা যাচ্ছে না।