16 বছর বাদে প্রথমবার 8GB র‍্যাম, আর কী নতুন ফিচার থাকবে iPhone 15 Pro-তে

গত কয়েক সপ্তাহ ধরে, অ্যাপল (Apple)-এর iPhone 15 সিরিজ সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে এখনও...
Ananya Sarkar 4 Jan 2023 5:50 PM IST

গত কয়েক সপ্তাহ ধরে, অ্যাপল (Apple)-এর iPhone 15 সিরিজ সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে এখনও প্রায় ৯ মাস বাকি থাকলেও ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলির নানা ফিচার সম্পর্কে রিপোর্ট প্রকাশ হয়েছে৷ শিল্প বিশ্লেষকদের একাংশ জানিয়েছেন, অ্যাপলের পরবর্তী প্রজন্মের iPhone 15 Pro সিরিজ পূর্বসূরি iPhone 14 Pro-র তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে আসবে৷ শোনা যাচ্ছে, iPhone 15 সিরিজে স্টেনলেস স্টিলের থেকেও শক্ত ধাতু হিসাবে পরিচিত টাইটানিয়াম অ্যালয় ফ্রেম ব্যবহার করা হবে। এছাড়া, ফোনগুলি সলিড-স্টেট ভলিউম এবং ট্যাকটাইল ফিডব্যাক যুক্ত পাওয়ার বাটন অফার করবে। iPhone 15 Pro সিরিজের মেমরি ৮ জিবি-তে আপগ্রেড হবে। বস্তুত এই প্রথম কোনও আইফোন ৮ জিবি পর্যন্ত র‍্যাম অফার করতে চলেছে। iPhone 15 Pro সিরিজ নতুন এবং শক্তিশালী A17 Bionic প্রসেসরের সাথে আসবে বলেও জানা গেছে।

iPhone 15 Pro সিরিজটি আসবে একাধিক নতুন বৈশিষ্ট্যের সাথে

প্রযুক্তি বিশ্লেষক, জেফ পু-এর মতে, অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন ১৫ প্রো ১৫ প্রো ম্যাক্স-এ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, টাইটানিয়াম অ্যালয় ফ্রেম, ট্যাকটাইল ফিডব্যাক সহ পাওয়ার বাটন এবং উচ্চতর র‍্যাম ক্যাপাসিটি। হংকংয়ের বিনিয়োগ সংস্থা, হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের জন্য প্রস্তুত করা একটি গবেষণাপত্রে, জেফ আইফোন ১৫ লাইনআপের জন্য তার প্রত্যাশার রূপরেখাটি তুলে ধরেছেন।

তিনি দাবি করেছেন যে, এই লাইনআপে ৬.১ ইঞ্চির ডিসপ্লে যুক্ত স্ট্যান্ডার্ড আইফোন ১৫ এবং ৬.৭ ইঞ্চির ডিসপ্লের সাথে আইফোন ১৫ প্লাস মডেলটি আসবে। এর পাশাপাশি, এই সিরিজে অন্তর্ভুক্ত আইফোন ১৫ প্রো মডেলের স্ক্রিনের আকার হবে ৬.১ ইঞ্চি এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ ৬.৭ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। অ্যাপলের আসন্ন ফোনগুলি উচ্চতর ভ্যারিয়েন্টটি "প্রো ম্যাক্স"-এর পরিবর্তে "আইফোন ১৫ আল্ট্রা" নামে বাজারে আসতে পারে।

প্রসঙ্গত, আইফোন ১৫ প্রো মডেলটিতে টাইটানিয়াম বেজেল এবং দুটি অতিরিক্ত ট্যাপটিক ইঞ্জিন দ্বারা তৈরি ট্যাকটাইল ফিডব্যাক বা স্পর্শকাতর প্রতিক্রিয়া সহ সলিড-স্টেট ভলিউম এবং পাওয়ার বাটন থাকবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও জেফ আশা করছেন, প্রো মডেলগুলিতে ৮ জিবি র‍্যাম থাকবে, যা পূর্বসূরি আইফোন ১৪ প্রো মডেলগুলিতে পাওয়া ৬ জিবি-এর থেকে বেশি।

পরবর্তী আইফোন লাইনআপের প্রো মডেলগুলিতে তাইওয়ান সেমিকন্ডাটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৩ ন্যানোমিটার প্রক্রিয়া দ্বারা নির্মিত অ্যাপল এ১৭ বায়োনিক চিপ ব্যবহৃত হবে। তবে স্ট্যান্ডার্ড এবং প্লাস মডেল দুটি পূর্বের এ১৬ বায়োনিক চিপ দ্বারা চালিত হবে, যার সাথে ৬ জিবি র‍্যাম যুক্ত থাকবে। জেফ বলেছেন, চারটি মডেলেই একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৫জি এবং এলটিই-র জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স৭০ মডেম থাকবে।

এছাড়াও ক্যামেরার ক্ষেত্রে, iPhone 15 Pro Max-এর টেলিফটো লেন্সে উন্নত অপটিক্যাল জুম ক্ষমতার জন্য পেরিস্কোপ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গেছে। তবে, iPhone 15 এবং iPhone 15 Plus-এ বর্তমান iPhone 14 Pro মডেলগুলির মতো ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স থাকবে বলে অনুমান।

এদিকে ২০২২ সালে অ্যান্ড্রয়েড ফোনের চিপসেট পারফরম্যান্সের দিক থেকে অ্যাপল প্রসেসরকে প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ উচ্চমানের পারফরম্যান্স প্রদান করতে পারে। অ্যাপল গত কয়েক বছর ধরে তাদের প্রসেসরের বিকাশকে দ্বিগুণ করে চলেছে। ভাল নিয়ন্ত্রণের সাথে উচ্চ কর্মক্ষমতা অর্জন করা সহজ নয়। এই কারণেই অ্যাপল সবসময় তাদের চিপগুলির শক্তির দিকে ফোকাস করে না। এ১৪ থেকে এ১৬- এই তিনটি অ্যাপল চিপ প্রজন্ম মাইক্রোকারনেল আপগ্রেড করেনি। এই সমস্ত চিপগুলি একই ৫ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে, যা অ্যান্ড্রয়েডকে সুযোগ করে দিয়েছে।

তবে, ২০২৩ সালে, অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের মধ্যে তুলনা ভিন্ন হবে। iPhone 15 সিরিজে এ১৭ প্রসেসর থাকবে, যার শুধু আর্কিটেকচারই ভালো হবে না, তার সাথে অ্যাপল চিপটিকে টিএসএমসি-এর ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় আপগ্রেড করবে। এদিকে, অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলির মধ্যে, কোয়ালকম বা টিএসএমসি এবছর ৩ ন্যানোমিটার প্রক্রিয়া অনুসরণ করবে কিনা তা এখনও জানা যায়নি।

Show Full Article
Next Story