iPhone 15 Ultra অবশেষে আসছে ইউএসবি টাইপ সি পোর্ট ও 8K ভিডিও রেকর্ডিং সাপোর্টের সাথে

অ্যাপল (Apple) মাত্র কয়েকদিন আগেই তাদের বহুল প্রত্যাশিত iPhone 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি বিশ্ববাজারে লঞ্চ করেছে।...
Anwesha Nandi 21 Sept 2022 5:22 PM IST

অ্যাপল (Apple) মাত্র কয়েকদিন আগেই তাদের বহুল প্রত্যাশিত iPhone 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি বিশ্ববাজারে লঞ্চ করেছে। আর ইতিমধ্যেই আগামী বছরের আইফোন লাইনআপ সম্পর্কীত তথ্যগুলি অনলাইনে প্রকাশিত হতে শুরু করেছে। যেমন একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ২০২৩ সালে অ্যাপল তাদের iPhone 15 সিরিজে একটি "Ultra" মডেল অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে, যা টপ-এন্ড "Pro Max" মডেলটির পরিবর্তে আসবে। আর এখন এক লিকস্টার দাবি করেছেন যে, অ্যাপল পরবর্তী প্রজন্মের আইফোনগুলি থেকে তাদের নিজস্ব লাইটনিং পোর্টটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি, এটি বাস্তবায়িত হয় তাহলে অনেক অ্যাপল অনুরাগীদের বহুদিনের আশা সার্থক হবে, নতুন iPhone 15 সিরিজে অবশেষে যুক্ত হতে পারে ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়াও, iPhone 15 সিরিজের Ultra মডেলে ৮কে (8K) ভিডিও সাপোর্ট করবে বলেও শোনা যাচ্ছে। চলুন তাহলে এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iPhone 15 সিরিজটি আসতে পারে ইউএসবি টাইপ-সি পোর্ট ও 8K ভিডিও সাপোর্টের সাথে

লিকসঅ্যাপলপ্রো (LeaksApplePro) নামের এক অ্যাপল লিকস্টার টুইটারে দাবি করেছেন যে, অ্যাপল তাদের মালিকানাধীন লাইটনিং পোর্টটি আগামী আইফোন লাইনআপ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে। মার্কিন সংস্থাটি তাদের প্রথা মতো আগামী বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন ১৫ সিরিজ লঞ্চ করবে বলেই আশা করা যায়। আর এই লাইনআপের লঞ্চের মাত্র কয়েক মাস পরে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর দেশগুলিতে ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক হয়ে উঠবে, এই বিবেচনা করে সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, উল্লেখিত টিপস্টার দাবি করেছেন যে, ২০২৩-এর হাই-এন্ড আইফোনগুলিতে ৮কে (8K) ভিডিও রেকর্ড করার ক্ষমতা থাকবে, যা এবছরের আইফোন ১৪ সিরিজে এখনও অনুপস্থিত। তবে, এটি স্ট্যান্ডার্ড মডেলগুলিতে উপলব্ধ নাও হতে পারে। সম্প্রতি, অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছিলেন যে, নতুন আইফোন ১৫ আল্ট্রা মডেলে একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে। আর এই আল্ট্রা ভ্যারিয়েন্টটি আরও ভাল ব্যাটারি লাইফ অফার করবে বলেও জানা গেছে। ডিভাইসটি বিদ্যমান আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের থেকে ৩-৪ ঘন্টা বেশি স্থায়ী হতে পারে।

প্রসঙ্গত, এই সকল আপগ্রেড এবং অন্যান্য আরও কিছু পরিবর্তনের সাথে আসতে চলা নতুন iPhone 15 মডেলগুলির দাম সম্ভবত আরও বাড়বে। এবছর, অ্যাপল একই দামে স্ট্যান্ডার্ড মডেল ঘোষণা করলেও, ভারতে অন্যান্য ভ্যারিয়েন্টগুলির দাম বৃদ্ধি পেয়েছে। শোনা যাচ্ছে যে, iPhone 15 Ultra-এর দাম ১,২০০ ডলার (আনুমানিক ৯৫,৭১০ টাকা) থেকে শুরু হতে পারে। অবশ্য ভারতে এর দাম অনেকটাই বেশি হবে। জানিয়ে রাখি, এদেশে টপ-এন্ড iPhone 14 Pro Max ১৩৯,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। অ্যাপলের দাম বাড়ানোর পাশাপাশি জিএসটি এবং আমদানি শুল্কের কারণে ভারতীয় বাজারে আইফোনের দাম এতটা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, সমস্ত iPhone 15 মডেলগুলি নতুন ডায়নামিক আইল্যান্ড ডিজাইনের সাথে আসবে বলে শোনা যাচ্ছে। তবে, অ্যাপল সবকটি ভ্যারিয়েন্টেই নতুন চিপ অফার করবে বলে মনে হয় না। iPhone 15 এবং 15 Plus মডেলগুলি পুরোনো অ্যাপল এ১৫ বায়োনিক চিপসেটের সাথেই আসতে পারে, যেখানে Pro এবং Ultra মডেলগুলিতে সম্ভবত নতুন অ্যাপল এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে।

Show Full Article
Next Story