সেকি! iPhone 16 Pro এর ক্যামেরা কন্ট্রোল বাটন ঠিক করার টাকায় হয়ে যাবে নতুন আইফোন

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজে। এই সিরিজের অধীনে চারটি মডেল বাজারে এসেছে – iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone…

Iphone 16 And Iphone 16 Pro Camera Control Button Repair Cost Surface Online

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজে। এই সিরিজের অধীনে চারটি মডেল বাজারে এসেছে – iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max। এই সিরিজের চারটি মডেলে একাধিক আপগ্রেড দেখা যাবে। নতুন প্রসেসর, উন্নত তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা, শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে এবারের আইফোন মডেলগুলিতে। সাথে রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স এআই ফিচার।

এছাড়াও Apple এবারের iPhone 16 সিরিজে প্রথমবার ক্যামেরা কন্ট্রোল বাটন দিয়েছে। এটি DSLR এর কন্ট্রোল বাটনের মতো কাজ করবে‌। এখান থেকে জূম সহ বিভিন্ন কাজ করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। যদিও‌ অনেকেই অ্যাপলের ক্যামেরা কন্ট্রোল বাটনে খুশি হয়নি। বরং তারা বলেছে, এটি সংস্থার সবচেয়ে বাজে আবিষ্কারগুলির মধ্যে একটি।

তবে যারা ক্যামেরা কন্ট্রোল বাটন পেয়ে খুশি হয়েছেন, তাদের মন খারাপ করার জন্য আমাদের কাছে একটি কারণ আছে। সম্প্রতি আমাদের হাতে iPhone 16 সিরিজের ক্যামেরা কন্ট্রোল বাটন রিপেয়ার করতে কত খরচ হবে তার চার্ট এসেছে। দেখা গেছে, ক্যামেরা কন্ট্রোল বাটন‌ তৈরি করতে নয়টি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে।

ফলে খুব সম্ভাবনা থাকে কোনো একটি কম্পোনেন্ট খারাপ হয়ে যাওয়ার। আর খারাপ হলেই যদি ‘আদার ড্যামেজ’ শ্রেণীভুক্ত হয় তবে iPhone 16 এর ক্যামেরা কন্ট্রোল বাটন রিপেয়ার করতে খরচ হবে প্রায় ৫০ হাজার টাকা। আর iPhone 16 Pro এর জন্য দিতে হবে প্রায় ৭৬ হাজার টাকা। উল্লেখ্য, ‘আদার ড্যামেজ’ ক্যাটাগরিতে কন্ট্রোল বাটন ভেঙে যাওয়া থেকে ছোট ছোট সমস্যাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বড় কোনো সমস্যা দেখা দিলে খরচ আরও বাড়বে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন