iPhone 16: আইফোনে আসছে গ্রাফিন কুলিং প্রযুক্তি, বেশিক্ষণ ব্যবহারেও থাকবে বরফ ঠান্ডা!

প্রসেসর প্রযুক্তির অগ্রগতির জন্য স্মার্টফোন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, বিশেষ করে Qualcomm Snapdragon 8 Gen 3 এবং Apple A17 Pro-এর মাধ্যমে। বর্তমান সময়ে মোবাইলের কর্মক্ষমতা…

প্রসেসর প্রযুক্তির অগ্রগতির জন্য স্মার্টফোন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, বিশেষ করে Qualcomm Snapdragon 8 Gen 3 এবং Apple A17 Pro-এর মাধ্যমে। বর্তমান সময়ে মোবাইলের কর্মক্ষমতা এমন একটি স্তরে পৌঁছেছে, যেখানে এটি আধুনিক গেমিং কনসোলকেও টেক্কা দিতে পারে। বললে একেবারেই বাড়াবাড়ি হবে না যে, লেটেস্ট iPhone 15 Pro এবং 15 Pro Max বিভিন্ন জনপ্রিয় পিসি এবং কনসোল গেমগুলিকে সহজে পরিচালনা করতে পারে। তবে পারফরম্যান্সের উন্নতির একটি খারাপ দিকও রয়েছে, তা হল অতিরিক্ত উত্তাপ। যার মুশকিল আসানে, অ্যাপল কার্যকরভাবে তাপমাত্রা পরিচালনা করতে আগামী বছরের iPhone 16 সিরিজে গ্রাফিন কুলিং (Graphene Cooling) অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

Apple iPhone 16 গ্রাফিন কুলিং সহ আসতে পারে

সম্প্রতি লঞ্চ হওয়া আইফোন ১৫ প্রো মডেলগুলি তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত। তবে, এই শক্তির একটি নেতিবাচক দিকও রয়েছে, কারণ বহু ব্যবহারকারীই ইতিমধ্যে ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন, যা হাতে ধরে রাখাও অস্বস্তিকর করে তুলছে। এমনকি ফোনগুলির তাপমাত্রা কখনও কখনও এতটাই বৃদ্ধি পাচ্ছে যে, তা বোঝানোর জন্য কিছু ইউজার তাদের ডিভাইসের ওপর রান্না করা যাবে বলে ব্যঙ্গ করেছেন।

মনে করা হচ্ছে, আইওএস ১৭ (iOS 17)-এ কিছু অপ্টিমাইজেশন সম্পর্কিত সমস্যা এই অতিরিক্ত তাপ সৃষ্টির মূলে। তবে দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে, অ্যাপল সক্রিয়ভাবে আইফোন ১৫ প্রো মডেলগুলির এই তাপমাত্রা বৃদ্ধির সাথে মোকাবেলা করতে এবং আসন্ন আইফোন ১৬ সিরিজে তার পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে।

টিপস্টার কোসুটামিসান জানিয়েছেন যে, অ্যাপল আইফোনগুলিতে গ্রাফিন ব্লক যুক্ত করে বেশি গরম হয়ে যাওয়ার সমস্যা সমাধান করার কথা ভাবছে। তিনি জোর দিয়ে বলেছেন যে কোম্পানি কোনও সক্রিয় কুলিং প্রযুক্তি ব্যবহার করবে না। অর্থাৎ, আগামী প্রজন্মের আইফোনে ফ্যান-ভিত্তিক কুলিং থাকবে না। পরিবর্তে চমৎকার তাপ পরিবাহী গ্রাফিন, প্রসেসর থেকে তাপ শোষণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না।

জানিয়ে রাখি, ঘরের সাধারণ তাপমাত্রায় গ্রাফিনের তাপ পরিবহনের মাত্রা ৫,০০০ ওয়াট/মিটার-কেলভিন। এটি তামার প্রায় দ্বিগুণ এবং রুপোর তিনগুণ। গ্রাফিন কুলিং একটি যথেষ্ট যৌক্তিক সমাধান হলেও, এটিই একমাত্র ফ্যাক্টর নয়, যা ওভারহিটিং আটকবে। অ্যাপল প্রতি বছরই তার প্রসেসরকে আরও শক্তিশালী এবং দক্ষ করে চলেছে, তাই আগামী প্রজন্মের iPhone 16 সিরিজের ফোনে প্রসেসরের প্রভাবও গুরুত্বপূর্ণ হবে।

সহজ করে বললে, এটিকে একটি গাড়ির সাথে তুলনা করা যায়, যা আগের মডেলের চেয়ে দ্রুততর কিন্তু কম জ্বালানী খরচ করে। আরও শক্তিশালী হওয়া সত্ত্বেও অ্যাপলের স্ব-নির্মিত প্রসেসরটি কম শক্তি খরচ করবে, যার ফলে গরম হওয়ার সমস্যা কিছুটা কমবে। তবে, এই সবকিছু iPhone 16-এর জন্য যথেষ্ট হবে কিনা, তা এখনই স্পষ্টভাবে বলা সম্ভব নয়। অ্যাপল তাদের প্রযুক্তিগুলিকে কতটা সমস্যাহীন করে তুলতে পারে, তা দেখার জন্য আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রায় ১০ মাসেরও বেশি সময় বাকি রয়েছে।