পুরানো ফোন এক্সচেঞ্জ করে iPhone 16 কিনলে কত টাকা ডিসকাউন্ট পাবেন, এখান থেকে চেক করুন

সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজ, যা এখন ভারতীয় বাজারেও উপলব্ধ। এই সিরিজের ফোনগুলি এখন Amazon, Flipkart, Apple-এর...
ANKITA 22 Sept 2024 12:25 PM IST

সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজ, যা এখন ভারতীয় বাজারেও উপলব্ধ। এই সিরিজের ফোনগুলি এখন Amazon, Flipkart, Apple-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Apple Store সহ থার্ড পার্টি সেলারদের কাছ থেকে কেনা যাবে। আর আপনি যদি একজন iPhone ব্যবহারকারী হন, আর নিজের পুরানো ফোনকে আপগ্রেড করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনি Apple Store থেকে একে এক্সচেঞ্জ করতে পারেন। কারণ, এক মাত্র এখানেই নতুন iPhone 16 মডেলের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার।Apple স্টোরে বা অফিসিয়াল ওয়েবসাইটে ফোনের সিরিয়াল নম্বর দিয়ে ট্রেড-ইন ভ্যালু চেক করা যাবে। আসুন Apple-এর পুরনো ডিভাইসগুলি এক্সচেঞ্জ করে iPhone 16 কিনলে কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

iPhone 13 এর সাথে প্রাপ্ত এক্সচেঞ্জ ক্যাশব্যাক

আপনি যদি বর্তমানে iPhone 13 ব্যবহার করে থাকেন, তাহলে এই ফোনের বিনিময়ে আপনি ২৫,০০০ টাকা পর্যন্ত ট্রেড-ইন ভ্যালু বা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। ওই iPhone-এর ব্যাটারি ৮৬ শতাংশ ভালো থাকলে এই ছাড় পাওয়া যাবে। আপনি যদি সর্বোচ্চ ২৫,০০০ টাকার ছাড় পান তাহলে iPhone 16-এর দাম কমে হবে ৫৪,৯০০ টাকা।

iPhone 12-এর সাথে প্রাপ্ত ক্যাশব্যাক

আপনি যদি iPhone 12-এর মালিক হয়ে থাকেন, আর এটি বদলে iPhone 16 কেনার কথা চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আপনার ডিভাইস এক্সচেঞ্জ করে ১৭,০০০ টাকা পর্যন্ত ট্রেড-ইন ভ্যালু পেতে পারেন। যারপর ১২৮ জিবির iPhone 16 পেয়ে যেতে পারেন ৬২,৯০০ টাকা কমে।

আরও পড়ুন: Tecno Spark 30 বাজেটের মধ্যে 64 এমপি ক্যামেরা ও 256 জিবি মেমোরি সহ লঞ্চ হল

iPhone 15 এর সাথে এক্সচেঞ্জ ডিসকাউন্ট অফার

তবে আপনার কাছে যদি iPhone 15 থাকে তাহলে iPhone 16 এর আপগ্রেড করে আপনি লাভবান নাও হতে পারেন। কারণ, নতুন মডেলে কেবলমাত্র ক্যামেরা কন্ট্রোল বাটন এবং এ১৮ চিপসেট ছাড়া অন্য কোনো বিশেষ পরিবর্তন করা হয়নি। আর iPhone 15 ডিভাইসটি এক্সচেঞ্জ করলে আপনি সর্বোচ্চ ৩০,০০০ পেতে পারেন। ফলে iPhone 16 কিনতে আরও ৪৯,৯০০ টাকা দিতে হবে। কেবল প্রসেসর ও ক্যামেরা কন্ট্রোল বাটনের জন্য এত অর্থ ব্যয়ে করা বুদ্ধিমানের কাজ হবে না।

এই প্রসঙ্গে, জানিয়ে রাখি যারা iPhone 14 Plus এর ৫১২ জিবি ভ্যারিয়েন্টটি ব্যবহার করছেন, তারা ডিভাইসটি এক্সচেঞ্জ করে ৩৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।

Show Full Article
Next Story