iPhone 16, iPhone 16 Plus নতুন ক্যামেরা ডিজাইন সহ লঞ্চ হল, রয়েছে DSLR এর মতো বাটন, দাম কত

Apple আজ ‘Its Glowtime’ ইভেন্টে iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro ও iPhone 16 Pro…

iphone 16 iphone 16 plus launched price specifications pre order sale date

Apple আজ ‘Its Glowtime’ ইভেন্টে iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro ও iPhone 16 Pro Max মডেলগুলি এসেছে। নয়া এই আইফোন সিরিজ iPhone 15 সিরিজের উত্তরসূরি হিসেবে লঞ্চ হয়েছে। আজকের ইভেন্টে iPhone 16 সিরিজ ছাড়াও Apple AirPods 4 ইয়ারবাডস, Apple Watch Series 10 স্মার্টওয়াচ ও Watch Ultra 2 এর নতুন কালার ভ্যারিয়েন্টের উপর থেকে পর্দা সরানো হয়েছে। আসুন iPhone 16, iPhone 16 Plus এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

iPhone 16, iPhone 16 Plus এর দাম

আইফোন 16 এর দাম শুরু হয়েছে 799 ডলার বা প্রায় 67,000 টাকা থেকে। এই মুল্য 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর আইফোন 16 প্লাস এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 899 ডলার বা প্রায় 75,000 টাকা।

আজ থেকেই iPhone 16, iPhone 16 Plus এর প্রি-অর্ডার শুরু হয়েছে। আর আগামী 20 সেপ্টেম্বর থেকে এদের সেল শুরু হবে।

iPhone 16, iPhone 16 Plus এর ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশন

ডিজাইন: iPhone 16, iPhone 16 Plus এর ক্যামেরা ডিজাইন আগের মডেলের থেকে পরিবর্তন করেছে Apple। আগের বর্গাকার ক্যামেরা মডিউলের ডিজাইন পাল্টে iPhone X এর ডিজাইন ফিরিয়ে আনা হয়েছে। আর উভয় মডেলে ফ্রস্টেড গ্লাস ব্যাক প্যানেল পাওয়া যাবে।

আরও পড়ুন: Apple Watch Series 10 সবচেয়ে বড় ডিসপ্লে সহ লঞ্চ হল, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়ার আগেই জানা যাবে

ডিসপ্লে: আইফোন 16 ও আইফোন 16 প্লাস মডেলে যথাক্রমে 6.1 ইঞ্চি ও 6.7 ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 2000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। আর এগুলিতে ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে।

প্রসেসর, র‌্যাম ও স্টোরেজ: আইফোন 16 ও আইফোন 16 প্লাস অ্যাপলের এ18 প্রসেসরের সাথে এসেছে। উভয় মডেল 8 জিবি র‌্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।আর নয়া এই দুই আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার দেওয়া হয়েছে।

ক্যামেরা: iPhone 16 ও iPhone 16 Plus পূর্বসূরিদের মতো ক্যামেরা স্পেসিফিকেশন সহ এসেছে। অর্থাৎ এদের পিছনে আছে 2এক্স টেলিফটো সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। দ্বিতীয় সেন্সর ম্যাক্রো ইমেজ তুলতে দেবে।

আরও পড়ুন: Leica ক্যামেরার সাথে বাজার মাতাবে Xiaomi 14T Pro, ফাঁস ছবি সহ বিশেষত্ব

এই ক্যামেরা দিয়ে স্পেসিয়াল ফটো এবং ভিডিও শ্যুট করা যাবে, যা আগে প্রো মডেলগুলিতে করা যেত। এদের ক্যামেরা বাটনটি ডিএসএলআর শাটার বাটনের মতোই কাজ করবে।

ব্যাটারি: Apple কিছু না জানালেও রিপোর্ট অনুযায়ী iPhone 16 মডেলে 3561 এমএএইচ ব্যাটারি এবং iPhone 16 Plus মডেলে 4006 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

অন্যান্য ফিচার: আইফোন 16 সিরিজের অন্যান্য ফিচারের মধ্যে আছে ইউএসবি-সি পোর্ট, স্যাটেলাইটের মাধ্যমে এমার্জেন্সি এসওএস, ওয়াইফাই -7 ইত্যাদি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন