Apple-এর ইতিহাসে প্রথমবার! iPhone 16 Plus আসতে পারে রামধনুর মতো সাতটি রঙে
অ্যাপল (Apple) প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ iPhone সিরিজ একাধিক আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করে থাকে। রঙে বৈচিত্র্য থাকার...অ্যাপল (Apple) প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ iPhone সিরিজ একাধিক আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ করে থাকে। রঙে বৈচিত্র্য থাকার কারণে আইফোন ইউজারদের কাছে স্পেসিফিকেশন ও ডিজাইনের পাশাপাশি কালার স্কিমও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শোনা যাচ্ছে যে, iPhone 16 Plus মডেলে এই বছর এমনই রঙের বৈচিত্র্যের সমাহার দেখা যেতে পারে। এখন এক সূত্রের দাবি, Apple iPhone 16 Plus মডেলে দুটি নতুন কালার অপশনে যোগ করা হবে। অর্থাৎ, এটি সাতটি রঙে পাওয়া যাবে।
iPhone 16 Plus আসতে পারে 7টি কালার অপশনে
লেটেস্ট নন-প্রো আইফোন 15 মডেলগুলি ব্লু, পিঙ্ক, ইয়েলো, গ্রীন এবং ব্ল্যাক - এই পাঁচটি কালারে পাওয়া যায়। টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিট্যাল চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-এ একটি পোস্ট করে জানিয়েছেন যে, আইফোন 16 প্লাসে হোয়াইট এবং পার্পল কালার সংযোজন করা হবে।
খবরটি সামনে আসার পর এক্স (সাবেক টুইটার)-এ অ্যাপল হাব সম্ভাব্য নতুন রঙের ওপর ভিত্তি করে একটি ইমেজ রেন্ডার প্রকাশ করেছে। ফলে জল্পনা আরও জোরালো হয়েছে। তবে, এই নতুন রঙের বিকল্পগুলি শুধুমাত্র প্লাস মডেলেই সীমাবদ্ধ থাকবে, নাকি স্ট্যান্ডার্ড আইফোন 16-এও দেখা যাবে, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
শোনা যাচ্ছে যে, Plus মডেলটি বাদে iPhone 16 Pro লাইনআপেও কিছু রঙের পরিবর্তন দেখা যেতে পারে। এগুলি স্পেস ব্ল্যাক, হোয়াইট, গ্রে এবং রোজের মতো নতুন কালার অপশনে আসতে পারে। যদিও কিছু ইউজারের কাছে ফোনের কালার অপশনে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কেননা তারা তাদের ফোনটিকে প্রোটেক্টিভ কেস দিয়ে ঢেকে রাখতে পছন্দ করেন। তাও কালার স্কিম ফোনের সামগ্রিক লুক এবং ফিলকে প্রভাবিত করে।