iPhone 16 Pro, iPhone 16 Pro Max সবচেয়ে পাতলা বেজেল সহ লঞ্চ হল, দাম কত দেখুন

Apple আজ তাদের বছরের সবচেয়ে বড় লঞ্চ ইভেন্টে iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। নতুন এই লাইনআপে রয়েছে চারটি মডেল – iPhone 16, iPhone 16 Plus,…

iphone 16 pro 16 pro max launched with thinnest bezel a18 pro chipset price specifications

Apple আজ তাদের বছরের সবচেয়ে বড় লঞ্চ ইভেন্টে iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। নতুন এই লাইনআপে রয়েছে চারটি মডেল – iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max। ডিভাইসগুলিতে ক্যামেরা কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে, যা ব্যবহার করে আরও ভালো ‌ছবি তোলা যাবে। এছাড়া রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার। আগের প্রতিবেদনে আমরা বেস মডেলগুলির বিষয়ে বিস্তারিত বলেছি। এখানে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর দাম ও স্পেসিফিকেশন জানাবো।

iPhone 16 Pro, 16 Pro Max এর দাম ও সেলের তারিখ

আইফোন 16 প্রো এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 999 ডলার (প্রায় 83,800 টাকা) থেকে এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 1199 ডলার বা প্রায় 1,00,00 টাকা থেকে। প্রো মডেলগুলি 4টি রঙে এসেছে – ব্ল্যাক টাইটানিয়াম, হোয়াইট টাইটানিয়াম, ন্যাচেরাল টাইটানিয়াম এবং ডেজার্ট টাইটানিয়াম।

iPhone 16 Pro, 16 Pro Max এর প্রি-অর্ডার আজ থেকেই শুরু হয়েছে। আর আগামী 20 সেপ্টেম্বর থেকে এদের সেল শুরু হবে।

iPhone 16 Pro, 16 Pro Max এর ফিচার ও স্পেসিফিকেশন

iPhone 16 Pro মডেলে বড় 6.3-ইঞ্চি ডিসপ্লে আছে এবং iPhone 16 Pro Max মডেলে‌ দেওয়া হয়েছে 6.9-ইঞ্চি ডিসপ্লে। এদের সাথে গ্রেড -5 টাইটানিয়াম বিল্ড পাওয়া যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড প্রোটেকশন এবং এই ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে ও 120 হার্টজ প্রোমোশন সাপোর্ট করবে। আর মডেলদুটি সবচেয়ে পাতলা বেজেল সহ এসেছে।

পারফরম্যান্সের জন্য iPhone 16 Pro ও iPhone 16 Pro Max-এ আইওএস 18 অপারেটিং সিস্টেম সহ 3 ন্যানোমিটার প্রসেসের ওপর ভিত্তি করে তৈরি A3 Pro চিপসেট দেওয়া হয়েছে, এই প্রসেসর 16 কোর নিউরাল ইঞ্জিন, 6 কোর সিপিইউ এবং 6 কোর জিপিইউ সহ গঠিত। A18 প্রো প্রসেসর A17 প্রো প্রসেসরের তুলনায় 15 শতাংশ দ্রুত সিপিইউ ও 20 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স দেবে।

আরও পড়ুন: iPhone 16, iPhone 16 Plus নতুন ক্যামেরা ডিজাইন সহ লঞ্চ হল, রয়েছে DSLR এর মতো বাটন, দাম কত

আবার আইফোন 16 প্রো সিরিজে ব্যাটারি অপটিমাইজেশন ও কুলিং সিস্টেমের সুবিধাও দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স মডেলে এখন পর্যন্ত আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি দেওয়া হয়েছে। আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, আইফোন 16 প্রো তে 3355 এমএএইচ ব্যাটারি থাকবে, আর প্রো ম্যাক্স আসবে 4676 এমএএইচ ব্যাটারির সাথে।

ক্যামেরার কথা বললে আইফোন 16 প্রো ও 16 প্রো ম্যাক্স মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 48 মেগাপিক্সেল ফিউশন সেন্সর, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5এক্স জুম সহ 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর। শেষের সেন্সরটি 120মিমি পর্যন্ত জুম অফার করে। আর প্রাইমারি ক্যামেরা ProRAW ও HEIF ফটো তুলতে দেবে।

আরও পড়ুন: Apple Watch Series 10 সবচেয়ে বড় ডিসপ্লে সহ লঞ্চ হল, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়ার আগেই জানা যাবে

এদিকে দুই প্রো মডেলে ডিএসএলআর ক্যামেরার মতো ক্যামেরা কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে, যার সাহায্যে লক ফোকাস ও শুট করা যাবে। এছাড়াও একাধিক মোড এগুলিতে‌ দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার।

জানিয়ে রাখি, Apple প্রথমবারের মতো iPhone 16 Pro সিরিজের প্রাইমারি ক্যামেরায় 4কে স্লো মোশন ফিচার যুক্ত করেছে। এর পাশাপাশি মডেলগুলিতে চারটি স্টুডিও মানের মাইক্রোফোন এবং বিশেষ অডিও ক্যাপচার ও অডিও মিক্সফিচারও দেওয়া হয়েছে। নতুন আইফোন মডেলগুলিতে ম্যাগসেফ চার্জিং সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন