এই 3 ফিচার পার্থক্য গড়ে দেবে iPhone 16 Pro ও iPhone 16 মডেলের মধ্যে, কেনার আগে দেখে নিন

Apple আগামী 9 সেপ্টেম্বর ভারত সহ বিশ্ব বাজারে iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। নতুন আইফোন মডেলগুলিতে এআই ফিচার পাওয়া যাবে। পাশাপাশি এদের দামও সামনে…

iphone 16 pro better than iphone 16 top 3 difference major upgrades

Apple আগামী 9 সেপ্টেম্বর ভারত সহ বিশ্ব বাজারে iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। নতুন আইফোন মডেলগুলিতে এআই ফিচার পাওয়া যাবে। পাশাপাশি এদের দামও সামনে এসেছে। এখন আবার iPhone 16 Pro মডেলগুলির কিছু বিশেষ ফিচার ফাঁস হয়েছে। যেগুলি iPhone 16 সিরিজের বেস মডেলগুলিতে পাওয়া যাবে না।

আরও ভাল পারফরম্যান্স

iPhone 16 সিরিজে অ্যাপলের ইন-হাউস A18 প্রসেসর থাকবে, তবে প্রো মডেলগুলিতে এই চিপের আরও শক্তিশালী ভার্সন ব্যবহার করা হবে। অর্থাৎ আইফোন 16 প্রো মডেলগুলি A18 প্রো চিপসেট সহ আসবে। এই প্রসেসরে 6-কোর সিপিইউ থাকবে। যেখানে সাধারণ A18-এ 5-কোর সিপিইউ পাওয়া যাবে। এক্ষেত্রে প্রো ব্যবহারকারীরা আরও ভালো পারফরম্যান্স উপভোগ করবেন।

বড় ডিসপ্লে সাইজ

রিপোর্ট অনুযায়ী, iPhone 16 Pro মডেলে 6.3-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা iPhone 16 এর চেয়ে বড় হবে। আবার iPhone 16 Pro Max মডেলে দেওয়া হবে সবচেয়ে বড় 6.9 ইঞ্চি ডিসপ্লে। যেখানে স্ট্যান্ডার্ড iPhone 16 এবং iPhone 16 Plus উভয় মডেদে যথাক্রমে 6.1-ইঞ্চি এবং 6.7-ইঞ্চি ডিসপ্লে থাকবে।

আরও পড়ুন : Mobile Phone: মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না স্মার্টফোন, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর

প্রো ক্যামেরা সিস্টেম

আইফোনের সবচেয়ে বড় হাইলাইট হল এর ক্যামেরা সিস্টেম। জানা গেছে আইফোন 16 মডেলে থাকবে প্রাইমারি ও আল্ট্রা-ওয়াইড সেন্সরসহ ডুয়েল ক্যামেরা সিস্টেম। আবার আইফোন 16 প্রো মডেলগুলিতে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রো ভ্যারিয়েন্টগুলি তৃতীয় লেন্স বেশি জুম ক্ষমতা এবং দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে।

আরও পড়ুন : iPhone 16 সিরিজের দাম সবচেয়ে বেশি হবে পাকিস্তানে! ভারত, দুবাই সহ অন্যান্য দেশের মূল্য দেখুন

উল্লেখ্য, 5এক্স টেলিফোটো ক্যামেরা বর্তমানে কেবল আইফোন 15 প্রো ম্যাক্স মডেলে উপলব্ধ, তবে এই বছর অ্যাপল এটি আইফোন 16 প্রো -তেও ব্যবহার করতে পারে। ফলে এবছর আইফোন 16 প্রো ম্যাক্স কেবল সেরা প্রো-গ্রেড ক্যামেরা সহ আসবে না, বরং আইফোন 16 প্রো মডেলটিও ম্যাক্সের মতো প্রো ক্যামেরা সিস্টেম অফার করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন