অপেক্ষা শেষ, Apple iPhone 16 Pro মডেলেই থাকবে AI ফিচার সাপোর্ট

iPhone 16 সিরিজ আগামী সেপ্টেম্বরে ভারত সহ বিশ্বজুড়ে লঞ্চ হবে। ইতিমধ্যেই এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ...
Julai Modal 26 March 2024 4:07 PM IST

iPhone 16 সিরিজ আগামী সেপ্টেম্বরে ভারত সহ বিশ্বজুড়ে লঞ্চ হবে। ইতিমধ্যেই এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার হাইটং ইন্টারন্যাশনাল টেক রিসার্চ গ্রুপের মেম্বার Jeff Pu দাবি করেছেন যে, এই সিরিজের iPhone 16 Pro মডেলে নতুন A18 Pro প্রসেসর থাকবে, যা একাধিক AI ফিচার সাপোর্ট সহ আসবে। তবে সিরিজের বেস মডেলগুলিতে এআই ফিচার থাকবে না।

Apple iPhone 16 সিরিজের নন প্রো মডেল পাবে না AI ফিচার

পু মনে করছেন যে, এআই ফিচার দিতেই অ্যাপল এ18 প্রো প্রসেসরের ডাই সাইজ বাড়িয়েছে, যা নিউরাল প্রসেসিং ইউনিট আপগ্রেড করবে। উল্লেখ্য, সম্প্রতি জানা গিয়েছিল যে, অ্যাপল এজ এআই কম্পিউটিংয়ের জন্য 6 কোর জিপিইউ সহ আসা এ18 প্রো প্রসেসরের ডাই সাইজ বাড়াবে।

জানিয়ে রাখি, এজ এআই এর অর্থ হল এটি ক্লাউডের পরিবর্তে ডিভাইসেই এআই সাপোর্ট প্রদান করবে। যদিও কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম যে, অ্যাপল ক্লাউড বেসড এআই সাপোর্টের জন্য গুগলের সাথে কথা বলছে। সেক্ষেত্রে অ্যাপল প্রো মডেলগুলিতে ডিভাইসের পাশাপাশি ক্লাউড ভিত্তিক এআই ফিচার দিতে পারে।

তবে মন খারাপ করার মতো খবর হল, কেবল iPhone 16 Pro মডেলে এই সুবিধা পাওয়া যাবে। যদিও স্ট্যান্ডার্ড মডেলগুলিতে এখনই এআই এর সুবিধা Apple দিতে চাইছে না। সম্ভবত প্রো ও নন প্রো মডেলগুলিকে আলাদা করতেই এই সিদ্ধান্ত নিতে পারে Apple।

Show Full Article
Next Story