ভারতের এই প্রতিবেশী দেশে 28 হাজার টাকা সস্তা iPhone 16 Pro Max, বিমানের টিকিট 10 হাজার টাকা

চলে এসেছে বহু প্রতীক্ষিত Apple iPhone 16 সিরিজ। ডিজাইন, প্রসেসর সহ এবারের আইফোন মডেলগুলিতে বেশকিছু পরিবর্তন দেখা যাবে।...
ANKITA 11 Sept 2024 10:47 AM IST

চলে এসেছে বহু প্রতীক্ষিত Apple iPhone 16 সিরিজ। ডিজাইন, প্রসেসর সহ এবারের আইফোন মডেলগুলিতে বেশকিছু পরিবর্তন দেখা যাবে। তাই ফোনগুলি কেনার জন্য মুখিয়ে আছে অ্যাপল প্রোডাক্ট প্রেমীরা। আপনিও যদি এই দলে থাকেন তাহলে বলি, সদ্য লঞ্চ হওয়া iPhone 16 Pro Max প্রায় 28 হাজার টাকা এবং iPhone 16 Pro প্রায় 21 হাজার টাকা কম দামে আপনি কিনতে পারবেন। কিন্তু এই সুযোগ ভারতে নয়, আমাদের প্রতিবেশী একটি দেশে পাওয়া যাচ্ছে।

কোন দেশে iPhone 16 Pro সিরিজ সস্তায় পাওয়া যাচ্ছে

আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে দুবাইয়ে সোনা, আইফোন সহ বেশকিছু জিনিস সস্তায় পাওয়া যায়। নতুন আইফোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। দুবাই থেকে iPhone 16 Pro ও iPhone 16 Pro Max কিনলে আপনি 28 হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। আর দুবাইয়ে পৌঁছাতে আপনাকে মাত্র 10 হাজার টাকা বিমানের টিকিটের জন্য ব্যয় করতে হবে।

iPhone 16 Pro

প্রথমেই বলি iPhone 16 Pro কতটা সস্তায় দুবাইয়ে পাওয়া যাচ্ছে। আপনি যদি ভারত থেকে এই ফোনটি কেনেন তবে 128 জিবি ভ্যারিয়েন্টের জন্য 1,19,900 টাকা খরচ করতে হবে। তবে দুবাইয়ে এই ফোনটির দাম 4299 দিরহাম, বা প্রায় 99 হাজার টাকা। অর্থাৎ দুবাইয়ে iPhone 16 Pro-র দাম ভারতের থেকে 21 হাজার টাকা কম।

আরও পড়ুন: মাত্র 1299 টাকায় দুর্দান্ত ইয়ারবাড আনল Noise, ফুল চার্জে 50 ঘণ্টা গান শোনা যাবে

আইফোন ১৬ প্রো ম্যাক্স

এদিকে iPhone 16 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে মূল্য ধার্য করা হয়েছে 1,44,900 টাকায়। যেখানে দুবাইয়ে এটি পাওয়া যাচ্ছে 5099 দিরহাম মূল্যে, যা প্রায় 1,17,000 টাকা। অর্থাৎ ম্যাক্স মডেলের ক্ষেত্রে ভারত ও দুবাইয়ের দামের পার্থক্য প্রায় 28 হাজার টাকার পার্থক্য রয়েছে।

আরও পড়ুন: একগুচ্ছ AI ফিচার ও 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ Infinix Zero 40 5G ভারতে লঞ্চ হচ্ছে, দেখুন কবে

দুবাইয়ের যাওয়ার টিকিটের দাম

ইন্ডিগোর বিমানে এই মুহূর্তে ভারত থেকে দুবাইয়ে যেতে 10 হাজার টাকার কাছাকাছি খরচ হচ্ছে। তাই 28 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেলে দুবাইয়ে যাওয়া ও আসা আপনি বিনামূল্যে করতে পারবেন। অর্থাৎ দুবাইয়ে ফ্রি-তে আসাও হল এবং আইফোন কেনাও হয়ে গেল।

Show Full Article
Next Story